প্রথম দিনরাত্রি টেষ্ট খেলতে তৈরি পূজারা-রাহানে। চলছে জোর প্রস্তুতি।

ভারতের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক দিবারাত্রি টেষ্ট ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে আগামী 22 শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক টেষ্ট ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষ, ভারত এই সিরিজ জিতে নিয়ে। এবার আগামী 14 তারিখ থেকে ভারত বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেষ্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোরে। তারপরেই টেষ্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচ টি হবে দিবারাত্রির। আর এই দিনরাত্রি টেষ্ট খেলতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া যে এই ঐতিহাসিক টেষ্ট খেলতে কতটা মুখিয়ে রয়েছে সেটা বোঝা গেল ভারতীয় টেষ্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার কথায়।

ভারতীয় দল এই টেস্ট খেলতে এটাই মুখিয়ে রয়েছে যে ভারতীয় টি-টোয়েন্টি দল যখন বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে সেই সময় ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমীতে অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, মহম্মদ স্বামী, রবীন্দ্র জাদেজারা গোলাপি বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন।

dc Cover dk92itqgq5jh1uigfrcsr17km4 20170307194111

এই বিশেষ ম্যাচ খেলতে নামার আগে এই ম্যাচের ব্যাপারে ভারতীয় ব্যাটসম্যান পূজারা জানিয়েছেন, ‘দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেষ্ট তাই এই ম্যাচ খুবই উত্তেজনাপূর্ণ হবে। তবে এর আগেও গোলাপি বলে খেলার অভিজ্ঞতা রয়েছে চেতেশ্বর পূজারার।

ভারতীয় টেষ্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে জানিয়েছেন, ‘যে কোনো ফর্মেটের সাথে দ্রুত মানিয়ে নেওয়াটাই হল কঠিন ব্যাপার, আর যে দল এই কঠিন কাজ সহজ করতে পারে তারাই বাজিমাত করে। তবে রাহানে এটাও জানিয়েছেন যে ভারতীয় দলের এই নতুন ফার্মেটের সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে না।


Udayan Biswas

সম্পর্কিত খবর