বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামা (Pulwama) জেলায় সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) চলছে। ত্রালে দুই থেকে তিন জঙ্গি ফেঁসে আছে বলে জানা যাচ্ছে। আপাতত দুই তরফ থেকেই ফায়ারিং চলছে। পুলওয়ামা জেলার ত্রালের হরিগ্রামে সেনা আর জঙ্গিদের মধ্যে ফায়ারিং জারি আছে। গোপন সুত্রে খবর পাওয়া যায় যে, হরিগ্রামে জঙ্গিরা লুকিয়ে আছে। এরপর সেনা চারিদিক থেকে ঘিরে তল্লাশি অভিযান চালায়।
নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, জঙ্গিরা সেনার উপর ফায়ারিং শুরু করে দেয়। এর আগে শুক্রবার জঙ্গিরা শ্রীনগরের ডাউনটাউন এলাকায় পুলিশের পোস্টকে নিশানা বানিয়ে গ্রেনেড হামলা করে। জঙ্গিদের এই গ্রেনেড হামলায় দুই জওয়ান সমেত তিন জন আহত হয় বলে জানা যায়। এরপর গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালায় সেনা।
শুক্রবার বিকেলে সফাকদল এলাকার নুর বাগে জঙ্গিরা পুলিশের পোস্টকে নিশানা করে গ্রেনেড হামলা করে। গ্রেনেড রাস্তার মধ্যেই ফেটে যায়। আর এই হামলা সিআরপিএফ ও পুলিশের এক জওয়ান আহত হন। আর এর সাথে সেই রাস্তা দিয়ে যাওয়া এক নাগরিকও আহত হন।
সমস্ত আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেনা গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালায়। জায়গায় জায়গায় নাকা চেকিং চলে। মধ্যরাত পর্যন্ত সেনার জওয়ানেরা জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালায়।