বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামায় (Pulwama) এক বছর আগে ১৪ ই ফেব্রুয়ারি ২০১৯ এ সিআরপিএফ (CRPF) জওয়ানদের উপর জঙ্গি হামলায় ৪০ জওয়ান শহীদ হয়েছিলেন। এই হামলায় শহীদ হওয়া ২ দুই জওয়ানের বাচ্চা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) এর স্কুলে পড়াশুনা করছে।
Today marks one year since the terrible Pulwama attack on our brave jawans. Naman to all of them.
In this pic are Batsman -Arpit Singh s/o Pulwama Shaheed Ram Vakeel &
Bowler-Rahul Soreng s/o Pulwama Shaheed Vijay Soreng.
Very privileged to have them study in my @SehwagSchool pic.twitter.com/9ZewyoYFo3— Virender Sehwag (@virendersehwag) February 14, 2020
শেওয়াগ বৃহস্পতিবার ট্যুইটারে ওই দুই বাচ্চার ছিবি শেয়ার করেন। ছবিতে এক বাচ্চাকে ব্যাট করতে দেখা যাচ্ছে, আর দ্বিতীয় বাচ্চাটি বল করছে।
শেওয়াগ ছবি শেয়ার করে লেখেন, এই দু ছবিতে প্রথমটিতে অর্পিত সিং ব্যাট করছে, সে পুলওয়ামায় হামলায় শহীদ জওয়ান রাম উকিল এর ছেলে। আরেকদিকে, দ্বিতীয় ছবিতে বল করছে রাহুল সোরেং, সে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া জওয়ান বিজয় সোরেং এর ছেলে।
Great News!
The much awaited T-20 Sehwag Junior Cricket League, in which 6 teams are participating, has begun with great zeal. The tournament dates are 12th Feb to 19 Feb. pic.twitter.com/lQPoFPfrnI— Sehwag Intrnl School (@SehwagSchool) February 13, 2020
ভারতের জন্য ২৫১ টি ওয়ানডে, ১০৪ টি টেস্ট আর ১৯ টি টি-২০ খেলা সেহবাগ আরও লেখেন, আমি গর্ব বোধ করছি যে, এরা আমার স্কুলে পড়াশুনা করে। তিনটি ফর্মাটে ১৭ হাজার ২৫৩ ইন্টারন্যশানাল রান বানানো শেওয়াগ এর এই স্কুল হরিয়ানায় আছে। সে মাঝে মধ্যেই স্কুলে যায় আর প্রাক্তন ক্রিকেটারদের সেখানে আমন্ত্রিত করেন।