পুলওয়ামায় শহীদ হওয়া জওয়ানদের সন্তানরা পড়ছে শেওয়াগ এর স্কুলে! ছবি শেয়ার করলেন শেওয়াগ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামায় (Pulwama) এক বছর আগে ১৪ ই ফেব্রুয়ারি ২০১৯ এ সিআরপিএফ (CRPF) জওয়ানদের উপর জঙ্গি হামলায় ৪০ জওয়ান শহীদ হয়েছিলেন। এই হামলায় শহীদ হওয়া ২ দুই জওয়ানের বাচ্চা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) এর স্কুলে পড়াশুনা করছে।

শেওয়াগ বৃহস্পতিবার ট্যুইটারে ওই দুই বাচ্চার ছিবি শেয়ার করেন। ছবিতে এক বাচ্চাকে ব্যাট করতে দেখা যাচ্ছে, আর দ্বিতীয় বাচ্চাটি বল করছে।

শেওয়াগ ছবি শেয়ার করে লেখেন, এই দু ছবিতে প্রথমটিতে অর্পিত সিং ব্যাট করছে, সে পুলওয়ামায় হামলায় শহীদ জওয়ান রাম উকিল এর ছেলে। আরেকদিকে, দ্বিতীয় ছবিতে বল করছে রাহুল সোরেং, সে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া জওয়ান বিজয় সোরেং এর ছেলে।

ভারতের জন্য ২৫১ টি ওয়ানডে, ১০৪ টি টেস্ট আর ১৯ টি টি-২০ খেলা সেহবাগ আরও লেখেন, আমি গর্ব বোধ করছি যে, এরা আমার স্কুলে পড়াশুনা করে। তিনটি ফর্মাটে ১৭ হাজার ২৫৩ ইন্টারন্যশানাল রান বানানো শেওয়াগ এর এই স্কুল হরিয়ানায় আছে। সে মাঝে মধ্যেই স্কুলে যায় আর প্রাক্তন ক্রিকেটারদের সেখানে আমন্ত্রিত করেন।

X