দেশভক্তি: পুলবামায় শহীদ হওয়া জওয়ানের স্ত্রী দান করলেন ১০০০ PPE কিট

স্বয়ং করোনা ভাইরাস হারাতে পৃথিবীতে সাহায্যের হাত বাড়িয়েছে অনেক সাধারণ মানুষ। আর হরিয়ানা পুলিশকে এক হাজার প্রতিরক্ষামূলক কিট দান করেছেন পুলওয়ামার শহীদ স্ত্রী নিতিকা কৌল ধুনদিয়াল। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কিটগুলিতে মাস্ক , গ্লোভস এবং স্যানিটাইজার আছে বলে জানা গেছে। এভাবে তিনি নিজের সঞ্চয় দিয়ে ভারতের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন। আর এই সাহায্যকে কুর্নিশ জানিয়েছে সকলেই।

করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। আর সবাই এখন স্বেচ্ছায় গৃহ বন্দী।

Coronavirus slider

গত বছরের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জয়শ-ই-মোহাম্মদ (জেএম) সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের সময় তার স্বামী মেজর বিভূতি শঙ্কর ধুনদিয়াল নিহত হয়েছেন।ফরিদাবাদ পুলিশ টুইট করে পুলওয়ামায় শহীদ মেজর বিভূতি ধনদিয়ালের স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। এমনকি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও শহীদ স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগেভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা। দেশের করোনভাইরাস নিয়ে এখন খুব খারাপ পরিস্থিতি। আর এই লড়াইয়ে সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ত্রাণ তহবিলের জন্য ঘোষণা করেছিলেন, এক দিনের বেতন প্রায় ৫০০ কোটি টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রতন টাটা, মুকেশ আম্বানি, অক্ষয় কুমার, আরো অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সম্পর্কিত খবর