ধূপগুড়িতে BJP-র প্রার্থী পুলওয়ামায় শহিদের স্ত্রী! সেই তাপসীর জীবন সংগ্রাম চোখে জল আনবে

বাংলা হান্ট ডেস্কঃ গত ২৫ জুলাই হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হয়েছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির (Dhupguri) বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় (BJP MLA Bishnupada Roy)। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বর্তমানে বিধায়ক শুন্য ধূপগুড়ি। ফলে বিজেপি বিধায়কের মৃত্যুতে এই কেন্দ্রে উপ নির্বাচন (By Election) হচ্ছে।

আগামী ৫ সেপ্টেম্বর হবে ভোট, আর ৮ সেপ্টেম্বর ফল প্রকাশ। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন বিজেপির তরফে উপনির্বাচনে জন্য এবার প্রার্থীর নাম প্রকাশ করা হল। তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর নাম আগেই ঘোষণা করা হয়েছে।

   

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির প্রার্থী করা হয়েছে শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে (Pulwama martyr’s wife Tapasi Roy)। সূত্রের খবর, ৩২ বছর বয়সী তাপসী রায় বর্তমানে নিজের চার বছরের সন্তানকে নিয়ে ধূপগুড়ির শরৎপল্লী এলাকায় থাকেন। রাজনীতিতে বিশেষ সক্রিয় না হওয়া সত্ত্বেও তাকে প্রার্থী করা নিয়ে বিস্তর চৰ্চা।

আরও পড়ুন: এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খেল! ৮ জেলায় জারি তুমুল সতর্কতা: তোলপাড় করা ওয়েদার আপডেট

ধুপগুড়ির বিজেপি প্রার্থী শ্রীমতি তাপসী রায় পুলওয়ামা হামলায় শহীদ স্বর্গীয় জগন্নাথ রায়ের সহধর্মিনী। ২০১৯ সালে কাশ্মীরে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান জগন্নাথ রায়। সিআরপিএফে কর্মরত ছিলেন তিঁনি। যখন বীর জগন্নাথ রায় জঙ্গি হামলায় প্রয়াত হন তখন তাঁর স্ত্রী তাপসীর কোলে সদ্যোজাত শিশু। স্বামীশোক কাটিয়ে সেই ঘটনার দীর্ঘ চার বছর পর এবার ভোটে লড়তে চলেছেন তাপসী।

দল তরফে তার নাম ঘোষণার পর তাপসী বলেন, “আমি হাসপাতালের উন্নয়ন করতে চাই। মা-বোনেদের জন্য কিছু করতে চাই। আমি চাই সবাই যেন আমার পাশে থাকেন, আমাকে আশীর্বাদ করেন।”

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগের রাতে নদিয়ায় এলাপাথাড়ি গুলি! মহিলা-শিশু সহ জখম ১৫

bjp tmc

প্রসঙ্গত এই কেন্দ্রে তাপসীর বিপরীতে ঘাসফুল থেকে দাঁড়াচ্ছেন দীর্ঘদিনের তৃণমূলকর্মী রাজবংশী সংস্কৃতির বাহক ড. নির্মলচন্দ্র রায়। বইও লেখেন তিনি। অন্যদিকে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে অবসর প্রাপ্ত শিক্ষক তথা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে। তিনি বাম ও কংগ্রেস জোট হিসেবে লড়বেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর