বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পুলওয়ামায় (Pulwama) বড়সড় সফলতা অর্জন করল সেনা (Indian Army)। ভারতীয় সেনার অভিযানে পুলওয়ামায় দুই জঙ্গি নিকেশ হয়েছে। তবে এই ঘটনায় এক নাগরিকও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। সেনার অভিযান এখনো চলছে বলে খবর।
সংবাদসংস্থা ANI অনুযায়ী, বুধবার সকালে পুলওয়ামার টিকন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। এরপর গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে সেনা। জঙ্গিরা নিজেদের ঘিরে ফেলা হয়েছে দেখে সেনার উপর ফায়ারিং শুরু করে দেয়। সেনাও জঙ্গিদের মোক্ষম জবাব দেয় আর দুই জঙ্গিকে নিকেশ করে। এখনো টিকন এলাকায় সেনার অভিযান চলছে। গোটা এলাকাই ঘিরে রেখেছে সেনা।
Jammu & Kashmir: Two unidentified terrorists killed in an encounter with security forces at Tiken area of Pulwama. Operations still underway. More details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/a7VFDynn1v
— ANI (@ANI) December 9, 2020