বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা বিশ্বকাপ। কিছুদিন আগেই এই প্রতিযোগিতার জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। তবে দল নির্বাচনের পর বিতর্কও অব্যাহত রয়েছে। তারকা ব্যাটসম্যান জেমিমা রদ্রিগেস এবং অলরাউন্ডার শিখা পান্ডেকে দলে রাখা হয়নি। যার কারণে নির্বাচক কমিটির দিকে প্রশ্নচিহ্ন উঠেছে। একই সময়ে, ওপেনার পুনম রাউতও দলে জায়গা না পেয়ে খুবই হতাশ এবং তিনি সোশ্যাল মিডিয়ায় তার হতাশা প্রকাশ করেছেন এবং তার পারফরম্যান্সের কথাও জানিয়েছেন।
পুনম টুইট করেছেন যে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন এবং গত বছর তার ধারাবাহিক পারফরম্যান্স থাকা সত্ত্বেও, বিশ্বকাপ দল নির্বাচনে উপেক্ষা করায় আমি হতাশ। ২০২১ সালে আমার গড় ছিল ৭৩.৭৫। আমি ৬টি ওয়ান ডে ম্যাচে ২৯৫ রান করেছি। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি।
দলে নির্বাচিত না হওয়ায় তিনি দুঃখিত, তবে তা সত্ত্বেও ১৫ সদস্যের দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানাতে ভোলেননি তিনি। পুনম, জেমিমা রদ্রিগেস ছাড়াও দলে জায়গা পাননি অলরাউন্ডার শিখা পান্ডে। তিনজনই ২০২০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন।
একইরকম ভাবে ভালো পারফরম্যান্স সত্ত্বেও জেমিমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ৩২ বছর বয়সী শিখা পান্ডে মোট ৫৫ টি ওয়ানডে খেলেছেন। কিন্তু তারাও সুযোগ পাননি। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন হিমাচল প্রদেশের রেণুকা সিং ও উত্তরপ্রদেশের অলরাউন্ডার মেঘনা সিংও। রেণুকা এখনও ওডিআই অভিষেক হয়নি। যেখানে মেঘনা খেলেছেন ৩টি ওয়ানডে।