ভারতের মাটিতে গড়ে উঠেছে ‘Pakistani Attire’, রমরমিয়ে বিক্রি হচ্ছে পাকিস্তানি পোশাক

বাংলাহান্ট ডেস্কঃ ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রতিবেশি দেশ হলেও, পাকিস্তানের (pakistan) সঙ্গে ভারতের (india) যেন ‘সাপে-নেউলে’ সম্পর্ক। প্রতিনিয়তই ভারতের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকা পাকিস্তানকেও, কখনই যোগ্য জবাব দিতে ছাড়ে না ভারত।

তবে শত্রুপক্ষ হলেও, যেহেতু প্রতিবেশি দেশ, সেক্ষেত্রে অনেক বিষয়েই পাকিস্তানের সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে মিল রয়েছে কিছু ভারতবাসীর। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায়, পোশাকের রুচিও কিছুটা একই রকম। আর সেই রুচির মেল্বন্ধন ঘটাতেই অর্থাৎ ভারতীয়দের একাংশের মনে ‘পাকিস্তানি’ পোশাকের ভালোবাসা থাকায়, পাক পোশাকের একটা আস্ত দোকান খুলে ফেললেন পুনীত কৌর।

E425Gi8VEAISqrS

লুধিয়ানার ভাই রন্ধীর সিং নগরের এই দোকান বর্তমান সময়ে ভারত- পাক সম্পর্কের মাঝে চর্চার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। একদিকে যখন সীমান্তে পাকিস্তানের হাত থেকে দেশকে রক্ষা করতে জান-প্রাণ লড়িয়ে দিচ্ছে ভারতীয় জওয়ানরা, তখন কিন্তু অন্যদিকে দেশ মধ্যস্থ এই পাকিস্তানী পোশাকের দোকান প্রশংসা কুড়িয়েছে অনেক ভারতীয়রই। শুধু ভারতীয়ই নন, পাকিস্তান থেকে অনেক শুভেচ্ছা বার্তার পাশাপাশি ক্রেতাও পেয়েছেন এই দোকানের মালিক।

সবুজ রঙের বোর্ডের উপর বড় ফরফে লেখা রয়েছে ‘পাকিস্তানি অ্যাটায়ার’ (Pakistani Attire)। মহিলাদের ফ্যাশানেবল, ট্রেন্ডি পোশাকের দারুণ সমস্ত কালেকশন রয়েছে লুধিয়ানার এই দোকানে। তবে পাকিস্তানী এবং কিছু অংশ ভারতীয়র প্রশংসা পেলেও, নেটিজেনদের একাংশের মতে দেশের মাটিতে এভাবে শত্রু দেশ পাকিস্তানের প্রচার করা ঠিক হচ্ছে না দোকানের মালিকের। অনেকে এই দোকানের নিন্দাও করেছেন। দেশের মাটিতে পাকিস্তানকে এভাবে গুরুত্ব দেওয়াটা অনেকেই মেনে নিতে নিতে পারছেন না।

E425Gi VEAEBWcs st7Aewz

তবে সব নিন্দা বিদ্বেষ দূরে সরিয়ে দোকানের মালিকিন পুনীত কৌর জানিয়েছেন, ‘গত সাত বছর ধরে এই কাজ করছি। পাকিস্তান থেকে আনা স্যুট, দুপাট্টা, কুর্তি ভারতের অনেক ক্রেতারই মনে ধরে। পাকিস্তানের চুরিদার, ওড়না, জিডাইন পাঞ্জাবি মহিলারা ভীষণই পছন্দ করেন। দোকানের নামের সঙ্গে ‘পাকযোগ’ থাকলেও, এখনও অবধি কোন সমস্যায় পড়তে হয়নি। পরিবারকেও পাশে পেয়েছি। সকলের ভালোবাসার পেয়েছি। তবে পাকিস্তানেরও অনেক মানুষ আসেন আমার এই দোকানে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর