বাংলা হান্ট ডেস্ক : চলতি মাসেই গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করেছিল আততায়ীরা (Lawrence Bishnoi)। বিগত বেশ কিছুদিন ধরেই বাবা সিদ্দিকীর এই খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই এই খুনের দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাং। এবার এই কুখ্যাত গ্যাংগের (Lawrence Bishnoi) নজর বিহারের সংসদ পাপ্পু যাদবের (Pappu Yadav) দিকে। সোমবারই তাঁকে হুমকি দেওয়া হয়েছে। সেইসাথে সালমান মামলা থেকেও দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাং-এর নজরে বিহারের বাহুবলী সাংসদ
কিন্তু হঠাৎ কেন বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাং-এর নজরে পাপ্পু যাদব। আসলে বাবা সিদ্দিকীর এই হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকেই বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাং-এর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিহারের সাংসদ পাপ্পু যাদব। পুনিয়ার বাহুবলি এই নির্দল সংসদ লরেন্স বিষ্ণোইকে হুঁশিয়ারি দিয়ে তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘এটা কি দেশ নাকি কাপুরুষের সেনাবাহিনী? কজন অপরাধী জেলে বসে চ্যালেঞ্জ জারি করে, মানুষ হত্যা করে, এবং সবাই নিছক দর্শক। প্রথমে সিধু মুসেওয়ালা, তারপর করনি সেনার নেতা, এবং এখন শিল্পপতি-রাজনীতিবিদকে নির্মমভাবে খুন করা হয়েছে। আইন যদি অনুমতি দেয়, তাহলে আমি এই লরেন্স বিষ্ণোইয়ের মতো অপরাধীর পুরো নেটওয়ার্ককে ২৪ ঘণ্টার মধ্যে শেষ করে দেব।’
আর এই মন্তব্য করার পরেই পাপ্পু যাদবের কাছে এল হুমকি ফোন। সোমবার এক অচেনা নম্বর থেকে ফোন আসে। এ ফোনের ওপারে থাকা এক ব্যক্তির নিজেকে লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ দাবি করে বলেন লরেন্স বিষ্ণোই- এর বিরুদ্ধে কোনরকম মন্তব্য করা যাবে না। যদি তিনি এমনটা করেন তাহলে তাঁর পরিণতি শোচনীয় হবে।
সেই সাথে এদিন পাপ্পু যাদবকে রীতিমতো শাসিয়ে বলা হয় লরেন্স বিষ্ণোই সম্পর্কে কোন মন্তব্য না করে তিনি যেন নিজের চরকায় তেল দেন। তবে সেই সাথে ওই ব্যক্তি জানান জানান পাপ্পুকে তারা নাকি বড় ভাইয়ের চোখে দেখেন। তাই তিনি যেন তাদের কথা মতো চলেন। এ ছাড়া এদিন পাপ্পু যাদব কে তারা ফোন করে জানিয়েছে, তার গতিবিধির উপরেও নাকি তারা নজর রেখেছে।
আরও পড়ুন : RG Kar আন্দোলন থেকে পাশ কাটালেন শুভেন্দু! কেন সরলেন? জানিয়ে দিলেন ‘সত্যিটা’
তাই সলমান খানের থেকে দূরে না থাকলে তাঁকেও বাবা সিদ্দিকীর মতোই খুন করে দেওয়া হবে। এছাড়া এদিন অভিযুক্ত দাবি করেন পাপ্পু যাদবের কাছে এই ফোন কল করার জন্য জেলের জ্যামার বন্ধ রাখতে নাকি প্রতি ঘন্টায় লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে। এমনকি অভিযোগ তোলা হয় এর আগে নাকি পাপ্পুকে বারবার ফোন করা হলেও তিনি নাকি ফোন ধরেননি।
তবে এদিন লরেন্স বিষ্ণোই ঘনিষ্টর তরফ থেকে এই হুমকি ফোন কল পাওয়ার পরেই পাপ্পু যাদব সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন। সেখানে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সেই ফোন কলের রেকর্ড শেয়ার করেছেন বিহারের বাহুবলি সাংসদ।