মুখ্যমন্ত্রী হয়েই ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভগবন্ত মান, আগামীকালই বাজবে সানাই

বাংলাহান্ট ডেস্ক : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ছয় বছর আগেই। তারপর থেকে রাজনৈতিক জীবনের কর্মকাণ্ডে আরোও বেশী করে ব্যস্ত করে রেখেছিলেন নিজেকে। অবশেষে নিজের জীবনকে নতুন করে সাজাতে আবারও সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। তিনি হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সদ্য শেষ হওয়া নির্বাচনে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর পাঞ্জাবকে ঢেলে সাজানোর পাশাপাশি এবার চিকিৎসক গুরপ্রীত কৌরের হাত ধরে নিজের জীবনকেও নতুন ভাবে সাজাতে চাইছেন মন্ত্রীসাহেব।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১২ নাগাদ দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাঞ্জাবের শাসক। মুখ্যমন্ত্রী হলে কি হবে, নিছক সাদামাটা ভাবেই পরিবার ও খুব কাছের সদস্যদের নিয়েই চন্ডীগরে বসবে তার বিবাহবাসর। ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রীর মা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘনিষ্ঠ মহলের তরফে জানা গিয়েছে, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ‘স্পেশাল গেস্ট’ হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়েতে হাজির থাকবেন। সব মিলিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রী মানের বাসভবনে। বিবাহের মন্ডপ সাজিয়ে তোলার পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ছয় বছর আগে অর্থাৎ ২০১৫ সালে ভাগওয়ান্ত মান এবং তাঁর স্ত্রীয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে মানের প্রথম স্ত্রী ইন্দ্রপ্রীত কৌর এবং দুই সন্তান আমেরিকায় থাকেন। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়েতে তার কন্যা সিরাত কৌর মান এবং পুত্র দিলশন মান আমেরিকা থেকে আসছেন। এর পাশাপাশি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মানের প্রাক্তন স্ত্রীও ভগবন্ত মানের নতুন জীবনের সুখ সমৃদ্ধি কামনা করেছেন। সব মিলিয়ে, বৃহস্পতিবার ভগবন্ত মানের বিয়েকে কেন্দ্র করে যে একাধিক চমক থাকবে একথা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর