কানাডায় খতম ভারতের আরও এক শত্রু! খুন NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা খলিস্তানি

বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার (Hardeep Singh Nijjar) হত্যা নিয়ে ভারত-কানাডা দ্বন্দ্ব চলছে। আর এরই মধ্যে কানাডার খুন হল ভারতীয় গ্যাংস্টার সুখদুল সিং (Sukhdool Singh) ওরফে সুখা দুনেকে (Sukha Duneke)। সুখা পাঞ্জাবের (Punjab) বাসিন্দা ছিল। কুখ্যাত ধাবিন্দর ভাম্বিয়া গ্রুপের সক্রিয় সদস্য ছিল সে। সূত্রের খবর, কানাডার (Canada) উইংপেগ এলাকায় বুধবার সন্ধেয় গোষ্ঠী সংঘর্ষে নিহত হয় এই গ্যাংস্টার।

দুনেকের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কীভাবে কানাডা ভারতের পলাতক অপরাধীদের আঁতুরঘর হয়ে উঠেছে। দুনেকের বিরুদ্ধে সাতটি গুরুতর অপরাধ নিয়ে তদন্ত চলছিল। কিন্তু ২০১৭ সালে কাগজপত্র জাল করে কানাডায় পালিয়ে যায় সে। পাঞ্জাবের প্রায় ৩০ জন গ্যাংস্টার (Gangster) বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বলে খবর।‌ তার মধ্যে বেশিরভাগই রয়েছে কানাডায়।

এদিকে ভারত (India) ছেড়ে পালানো খলিস্তানি জঙ্গি এবং গ্যাংস্টারদের তালিকা প্রকাশ করেছে এনআইএ। নয়াদিল্লির দাবি, এই জঙ্গিরা কানাডায় (Canada) আশ্রয় নিয়েছে। ভারত সরকারের তরফে বারবার অনুরোধ করা হলেও কানাডার সরকার ব্যবস্থা নিচ্ছে না। এদিকে NIA-এর তরফে বুধবার ‘মোস্ট ওয়ান্টেড’ (Most Wanted) ৪৩ জন জঙ্গি এবং গ্যাংস্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সুখদল সিং ওরফে দুনেকের নাম ছিল। স্বাভাবিকভাবেই তারপরই দুনেকের মৃত্যুর খবর প্রকাশ্যে এল। যা নিয়ে ফের বিতর্ক শুরু হল।

sukhdool

উল্লেখ্য, নিজ্জার মৃত্যুর পিছনে ভারতের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এই নিয়ে ভারত-কানাডা দ্বন্দ্ব চরমে। আবার এই ঘটনায় সূত্রের দাবি, বুধবার গ্যাং ওয়ারে প্রাণ হারিয়েছে দুনেক। উল্লেখ্য, একইভাবে গত ১৯ জুন প্রাণ গিয়েছিল হরদীপ সিং নিজ্জার। একইভাবে সুখার মৃত্যুতে রহস্য বাড়ছে। যদিও কানাডার তরফে এই নিয়ে এখনও কিছু বলা হয়নি।

Avatar
Monojit

সম্পর্কিত খবর