পাত্রের বিয়ে করার বয়স না হলেও লিভ ইন থাকতে পারবেন সাবালক দম্পতি : হাইকোর্ট

ভারতীয় আইন অনুসারে, নারীরা ১৮ বছরেই বিবাহ যোগ্যা হলেও, পুরুষদের ক্ষেত্রে বিবাহের নূন্যতম বয়স ২১। বিবাহযোগ্য না হলেও প্রাপ্ত বয়স্ক দম্পতির পাত্রের বয়স ২১ না হলেও তারা একসাথে থাকতে পারবে। সম্প্রতি এমনই রায় দিল পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট।

images 2020 12 30T191833.676

বিচারপতি অলকা সারিনের বেঞ্চ জানিয়েছে, আইনের পরিধির মধ্যে থেকে নিজের খুশি মতো জীবন যাপনের অধিকার সকলের রয়েছে। রায়ে বেঞ্চ বলেছে, একজন পুরুষ ও নারী কীভাবে থাকবে তা সমাজ ঠিক করে দিতে পারে না। প্রত্যেককে স্বাধীন ভাবে নিজের জীবন যাপনের অধিকার সংবিধান দিয়েছে। কোনো প্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষের পরিবার ঠিক করে দিতে পারে না তারা কীভাবে জীবন কাটাবে। অভিভাবকরা তাদের শর্তে সন্তানদের জীবন যাপনে বাধ্য করতে পারে না।

এই মামলায় ছেলেটি ও মেয়েটি নিজেদের জীবন ও অধিকারের সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়। তারা অভিযোগ করে, মেয়েটির পরিবার থেকে তাদের মারাত্মক পরিনতির হুমকি দেওয়া হচ্ছে। তারা নিরাপত্তা চেয়ে আবেদন করলেও পুলিশ উপযুক্ত ব্যাবস্থা নিচ্ছে না।

জানা যাচ্ছে, মেয়েটির বয়স ১৯, ছেলেটির ২০। তারা দুজনে প্রেম সম্পর্কে আবদ্ধ এবং বিয়ে করতে চায়। দুই পরিবারে একথা জানাজানি হতেই বিরোধ শুরু হয়, যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। ২০ ডিসেম্বর তারা বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এবং একসাথে থাকতে শুরু করে।

 

সম্পর্কিত খবর