বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল হাড্ডাহাড্ডি ম্যাচের পর মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) ঘরের মাঠে তাদের হারিয়ে দুরন্ত জয় পেয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। অধিনায়ক স্যাম ক্যারান, জিতেশ শর্মাদের দাপুটে ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ২১৩ রান তুলেছিল পাঞ্জাব। কিন্তু রোহিত শর্মা, সূর্যকুমার, ক্যামেরন গ্রিনদের দাপটের সামনে একবারও মনে হয়নি যে এটি সুরক্ষিত টার্গেট। শেষপর্যন্ত যে ব্যক্তি পাঞ্জাবকে উদ্ধার করেন তিনি হলেন ঘরের ছেলে অর্শদীপ সিং (Arshdeep Singh)।
ভারতের জার্সিতে শেষ যে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই তরুণ বাঁ-হাতি পেসার, সেখানে তার পারফরম্যান্স খুব একটা উঁচু মানের ছিল না। অনেকেই আশা করছিলেন যে প্রতিভার ঝলক দেখিয়ে হয়তো হারিয়েই যাবেন এই তরুণ বোলার। কিন্তু আজ ফর্মে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটারদের বিরুদ্ধে নতুন বল হাতে এবং ডেথ ওভারে, দুই জায়গাতেই অসাধারণ বোলিং করে প্রমাণ করলেন যে এখনই তাকে বাতিলের খাতায় ফেলা যাচ্ছে না।
আজ নিজের প্রথম ওভারেই ফর্মে থাকা ঈশান কিষানকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে মুম্বাইকে বড় ধাক্কা দিয়েছিলেন অর্শদীপ। এরপর ডেথ ওভারগুলিতে বোলিং করতে এসে প্রথমে আগ্রাসী সূর্যকুমার এবং শেষ ওভারে নিখুঁত দুই ইয়র্কারে তিলক ও নেহালকে বোল্ড করে ড্রেসিংরুমে ফেরান তিনি। আপাতত ১৪ উইকেট নিয়ে বেগুনি টুপিও নিজের দখলে রেখেছেন তিনি।
আজ যে শেষ ওভারে তিনি নিখুঁত ইয়র্কারে ব্যাটারকে বোল্ড করেছেন এমনটাই নয়, সেই সঙ্গে পরপর দুই বলে দুবার মিডল স্টাম্প ভেঙেছেন তিনি। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা তো ঘটেইনি, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও কয়বার এই ঘটনা ঘটেছে তা জানতে গেলে বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হবে। কিন্তু আপনি কি জানেন যে এতে করে কত টাকার সম্পত্তির ক্ষতি করলেন অর্শদীপ?
হিসাব বলছে যে এলইডি বাল্ব লাগানো উইকেটের এক একটি সেটের দাম ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকা। অর্থাৎ একটি নির্দিষ্ট স্টাম্পের দাম তাহলে ১০ লক্ষ টাকা। অর্থাৎ পরপর দুই বলে দুই স্টাম্প ভেঙে ২০ লক্ষ টাকার ক্ষতি করেছেন অর্শদীপ। কিন্তু স্বস্তির ব্যাপার হলো এই ক্ষতির জন্য তাকে কেউ কুকথা শোনাতে পারবেন না, উল্টে গতকাল রাত থেকেই তাকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত আইপিএল শুরু হওয়ার আগে পাঞ্জাব কিংসের হয়ে অনুশীলনের সময় ঠিক একইভাবে উইকেটের পেছনে রাখা ক্যামেরাও ভেঙে ছিলেন অর্শদীপ।