শামির বলে IPL 2022-এর দীর্ঘতম ছক্কা মারলেন লিভিংস্টোন, দেখে অবাক শামি নিজেই

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ। চলতি আইপিএলে নানান রোমাঞ্চকর ম্যাচ উপহার দিচ্ছে ভক্তদের। আইপিএল ২০২২-এর পঞ্চদশ তম মরশুমে পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে গুজরাটকে মরশুমের দ্বিতীয় হার উপহার দিয়েছে। পাঞ্জাবের হয়ে ৪ নম্বরে নামা লিয়াম লিভিংস্টোন, মহম্মদ শামির বলে আইপিএলের পঞ্চদশ তম মরশুমের দীর্ঘতম ছক্কাটি মেরেছিলেন।

গুজরাট টাইটান্সের হয়ে ইনিংসের ১৬ তম ওভারটি করেন মহম্মদ শামি। এই ওভারে লিয়াম লিভিংস্টোন শামির বলে মারেন ৩টি ছক্কা ও ২টি চার। এই ওভারে মোট ২৮ রান খরচ করেন মহম্মদ শামি। ১৬ তম ওভারের প্রথম বলটিতেই ১১৭ মিটার দীর্ঘ ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। এটিই ছিল চলতি আইপিএল মরশুমের দীর্ঘতম ছয়। চলতি মরশুমে তৃতীয়বার লিভিংস্টোন ১০০ মিটার বা তার চেয়ে বেশি লম্বা ছক্কা মারলেন। দুই নম্বরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বেবি এবি বলে পরিচিত ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস। রাহুল চাহারের বলে ১১২ মিটারে ছক্কা মেরেছেন তিনি।

ম্যাচের পর লিয়াম লিভিংস্টোন বলেছেন, “শিখর ধাওয়ান এবং ভানুকা রাজাপাকসে দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়েছিলেন যা দলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছিল। আমি ব্যাট করতে নেমে সেই জন্যই কিছু বড় শট খেলতে পেরেছি যা আমাদের রান রেট বজায় রাখতে সাহায্য করবে। আমাদের একটা বড় জয় দরকার ছিল। আমরা গত কয়েক ম্যাচে ভালো খেলতে পারিনি তাই আজকের পারফরম্যান্সটা খুবই দরকারি ছিল।”

কাল গুজরাটের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতে বেয়ারস্টোকে হারলেও শিখর ধাওয়ান এবং প্রমোদ রাজাপাকসার জুটি পরিস্থিতি সামলে নেয়। কখনও ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে দেয়নি এই দুজন। রাজাপাকসা ৪০ করে আউট হলেও শেষ অবধি থেকে ৫৩ বলে ৬২ রান করে দলের জয় নিশ্চিত করেন ধাওয়ান। লিভিংস্টোনের ১০ বলে ৩০ রানের দুরন্ত ইনিংস খেলে দলের রান রেটের অনেকটা উন্নতি করেন লিয়াম লিভিংস্টোন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর