শখ করে ২৩ লাখ টাকা দিয়ে কিনেছিলেন কালো ঘোড়া, স্নান করাতেই রঙ গলে হয়ে গেল লাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাঞ্জাবে এক ব্যক্তির সাথে ঘটলো অভাবনীয় প্রতারণার ঘটনা। ২২.৬৫ লাখ টাকার বিনিময়ে এক ঘোড়া ব্যবসায়ী সেই ব্যক্তিকে একটি কালো ঘোড়া বিক্রি করে, যা আদতে কালো নয়, তার গায়ে কেবল কালো রং করা হয়েছে। কালো রং ঘোড়াদের মধ্যে একটি অস্বাভাবিক ও সচরাচর দেখা যায় না এমন রঙ। তাই কালো ঘোড়াগুলি অন্যান্য রঙের তুলনায় বেশি দাম পায়।

সাঙ্গারুর জেলার সনাম শহরের রমেশ কুমার অভিযোগ করেছেন যে ঘোড়া ব্যবসায়ীদের একটি দলের এক ব্যবসায়ী তাকে প্রতারিত করেছে। সনাম শহরের যতিন্দর পাল সিং, সেখন এবং লখবিন্দর সিং এবং লাছড়া খান ওরফে গোগা খানও কুমারকে এই মিথ্যা দাবিটি বিশ্বাস করানোর জন্য এই প্রতারণা মূলক কালো ঘোড়া কেনার চুক্তিটি সই করানোর সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। কুমার ঘোড়াটিকে কিনে বাড়িতে নিয়ে আসার পর ঘোড়াটিকে স্নান করাতে গিয়ে তার কালো রঙের নীচে লাল রং দেখে হতবাক হয়ে যান। তিনি বলেছেন যে তিনি ব্যবসায়ীদের টাকা দিয়েছেন। নগদ ৭.৬ লক্ষ টাকা এবং অবশিষ্ট টাকার জন্য দুটি চেক দিয়েছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

সম্প্রতি ঘোড়া সংক্রান্ত আরেকটি উদ্ভট ঘটনা ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটতে দেখা গিয়েছে। গফুর আলী মোল্লা নামে ৪০ বছর বয়সী একটি ঘোড়ার মালিক তার ঘোড়াটিকে দক্ষিণ দুর্গাপুর থেকে নেত্রার ২৩ কিলোমিটার দূরত্বের পথ, ট্রেনে চাপিয়ে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ঘোড়ার ক্লান্তি এড়ানোর জন্য দৌড়ে দৌড়ে ঘোড়াটিকে আনার পরিবর্তে তিনি সেটিকে ট্রেনে চাপিয়ে নিয়ে আসেন। কিন্তু এটি তার ঘোড়ার পক্ষে আরামদায়ক প্রমাণিত হলেও তার পক্ষে ভাল প্রমাণিত হয়নি। কারণ রেলওয়ে আইনের অধীনে এটি একটি অপরাধ বলে গণ্য হয় এবং এই অপরাধের জন্য তাকে রেলওয়ে সুরক্ষা বাহিনী গ্রেপ্তার করেছিল৷

তারপরে ওই ঘোড়াটির ইএমইউ লোকাল ট্রেনের বিক্রেতা বগিতে যাত্রীদের মধ্যে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়ে গেছে। এর পরে, আরপিএফ কর্তৃপক্ষ তার মালিককে তার নেত্রার বাড়িতে খুঁজে বের করে এবং স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর