PNB গ্রাহকরা সাবধান! এই কাজটি না করলে আগামীকাল বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট

বাংলাহান্ট ডেস্ক: আপনার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) অ্যাকাউন্ট রয়েছে? আপনার কি এখনও KYC করা হয়নি? তাহলে আর মাত্র এক দিন আছে আপনার হাতে। অ্যাকাউন্ট চালু রাখতে হলে একটি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলুন ঝটপট। নয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিতে পারে ব্যাঙ্ক।

সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে একটি সতর্কতা জারি করা হয়েছে। যাঁদের এখনও KYC হয়নি, তাঁরা ১২ ডিসেম্বরের মধ্যে এই কাজটি করে নিন। এই সময়সীমার মধ্যে KYC আপডেট করা না হলে গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ গ্রাহক আর নিজের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন না। তাই অ্যাকাউন্ট চালু রাখতে KYC সম্পূর্ণ করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। 

pnb

ব্যাঙ্ক সব গ্রাহককে ১২ তারিখের মধ্যে KYC শেষ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে। রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে। তাই KYC করানোর জন্য আর মাত্র এক দিন অর্থাৎ সোমবার পাবেন গ্রাহকরা। সোমবার সাধারণ সময়েই ব্যাঙ্কের শাখা খুলবে। সেই সময়ের মধ্যে গিয়ে গ্রাহকদের এই কাজ করিয়ে ফেলতে হবে। আপনার KYC হয়ে গিয়েছে কিনা কী ভাবে জানবেন?

এর জন্য ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করতে হবে। কাস্টমার কেয়ারের নম্বর ১৮০০১৮০২২২২ অথবা ১৮০০১০৩২২২২ নম্বরে কল করে আরও তথ্য জানতে পারবেন। দু’টি নম্বরই টোল ফ্রি। কোনও গ্রাহক যদি অনলাইন ব্যাঙ্কিং ব্যবহার করেন, তাহলে তাঁর অ্যাকাউন্টের বিশদ বিবরণের জায়গাতেও এই নম্বর দেখা যাবে।

pnb

কেওয়াইসি করার পদ্ধতি জেনে নেওয়া জরুরি। এর জন্য গ্রাহক তাঁর নিবন্ধিত ইমেল আইডির মাধ্যমেও তথ্য দিতে পারেন। তথ্যে কোনও পরিবর্তন হলে তবেই তাঁকে ব্যাঙ্কের শাখায় যেতে হবে। কারণ তথ্যে পরিবর্তন হলে ব্যাঙ্কের শাখায় না গিয়ে কোনও কিছু আপডেট করা যাবে না। গ্রাহককে এর জন্য ফর্ম ও নথি জমা দিতে হবে।

সময়মতো KYC করে নেওয়ার জন্য গ্রাহকদের সতর্ক করেছে ব্যাঙ্ক। গ্রাহকরা KYC করিয়ে নিলে তাঁরা বাড়ি থেকেই আর্থিক লেনদেন করতে পারবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে টুইট করে ১২ ডিসেম্বরের সময়সীমা সম্পর্কে জানানো হয়েছে।


Subhraroop

সম্পর্কিত খবর