PNB’তে অ্যাকাউন্ট আছে? শিগগিরই সেরে ফেলুন এই কাজ! হাতে আছে আর মাত্র এক সপ্তাহ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রায় প্রত্যেক ভারতীয়রই অন্তত একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি মাঝেমধ্যেই গ্রাহক নিরাপত্তার খাতিরে জারি করে একাধিক নির্দেশিকা। সম্প্রতি লক্ষ লক্ষ গ্রাহকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও (Punjab National Bank)।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) নির্দেশিকা

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে KYC  (Know Your Customer) আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গ্রাহকদের। রিজার্ভ ব্যাঙ্কের আদেশ অনুযায়ী, আইডি প্রমাণ, ঠিকানার প্রমাণপত্র, বর্তমান ছবি ও প্যান নম্বর প্রদান করে গ্রাহককে KYC আপডেট প্রক্রিয়ার আবেদন জানাতে হবে।

আরও পড়ুন : রিলিফ ফান্ডের টাকা থেকে ওদের বেতন দিন! মমতাকে চাকরিহারাদের পাশে থাকার উপায় বাতলে দিলেন শুভেন্দু 

পাশাপাশি আয়ের প্রমাণ হিসাবে ফর্ম 60 ও মোবাইল নম্বর আপডেট করাও বাধ্যতামূলক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) স্থানীয় শাখায় গিয়ে নির্দিষ্ট KYC ফর্ম পূরণ করে গ্রাহকরা সম্পন্ন করতে পারেন KYC প্রক্রিয়া। পাশাপাশি PNB One এবং Internet Banking Service (IBS)-এর মাধ্যমেও KYC প্রক্রিয়া সারতে পারেন গ্রাহক।

পিএনবি ওয়ান অ্যাপ থেকে KYC আপডেট প্রক্রিয়া : 

গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নিন পিএনবি ওয়ান অ্যাপ। ব্যক্তিগত তথ্য প্রদান করে লগইন করুন অ্যাপে। এরপর ক্লিক করতে হবে KYC আপডেট বিভাগে। যদি সেখানে KYC প্রক্রিয়া পেন্ডিং দেখায়, তাহলে ‘Update KYC’-তে ক্লিক করে অনলাইনেই  সম্পন্ন করতে পারেন KYC প্রক্রিয়া।

আরও পড়ুন : ‘শুল্ক যুদ্ধ’এর ঘোষণা, আমেরিকার বিরুদ্ধে এককাট্টা চিন-কানাডা, কী প্রভাব পড়বে ভারতে?

‘Update KYC’- অপশনে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে OTP। সঠিক OTP প্রদান করে সম্পন্ন করতে হবে কেওয়াইসি প্রক্রিয়া। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, আপনার ব্যাঙ্কের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আধারের সাথেও লিংক থাকতে হবে। তাহলেই অতি সহজে পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে সম্পন্ন করে ফেলতে পারবেন কেওয়াইসি আপডেট প্রক্রিয়া।

Punjab National Bank important message

ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ঘরে বসেই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন গ্রাহক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে KYC সেকশন থেকে কেওয়াইসি আপডেট সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রেও রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে গ্রাহককে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X