সাবধান! ১২ আগস্ট লাস্ট ডেট! শিগগিরই শেষ করুন এই কাজটি, নাহলেই বন্ধ হবে PNB’র অ্যাকাউন্ট

বাংলাহান্ট ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) গ্রাহকদের জন্য বড় খবর। ১২ আগষ্টের মধ্যে প্রত্যেক গ্রাহককে কেওয়াইসি (Know Your Customer) জমা দিতে হবে। এই তারিখের মধ্যে কেওয়াইসি জমা না দিলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) তরফ থেকে এমনই বার্তা দেওয়া হল গ্রাহকদের।

নয়া আপডেট দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)

ব্যাংক সূত্রে খবর, এখনো পর্যন্ত কেওয়াইসি (Know Your Customer) জমা করেননি ৩ লাখ ২৫ হাজার গ্রাহক। যদি আগামী ১২ ই আগস্টের মধ্যে কেওয়াইসি জমা না করা হয় তাহলে নিষ্ক্রিয় করে দেওয়া হবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হলে করা যাবে না কোনও রকম লেনদেন। গ্রাহকের তথ্য জমা করার ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India)।

   

আরোও পড়ুন : বেনজির কীর্তি! এবার এক ক্যালেন্ডারেই সারা বিশ্বের সব তারিখ! অবিশ্বাস্য আবিষ্কার সিউড়ির ছাত্রের

সেই অনুযায়ী ব্যাংক গ্রাহকদের থেকে কেওয়াইসি নিয়ে থাকে। সাম্প্রতিককালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) গোটা দেশজুড়ে ৩ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলিতে আপডেট করা হয়নি কেওয়াইসি। তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১২ ই আগস্ট পর্যন্ত গ্রাহকদের ডেডলাইন বেঁধে দিয়েছে কেওয়াইসি করার জন্য।

আরোও পড়ুন : কনফার্ম খবর! বিক্রি হয়ে যাচ্ছে ‘এই’ জনপ্রিয় ব্যাংক! ছাড়পত্র দিল RBI, এবার কী করবেন গ্রাহকরা ?

তবে যে গ্রাহকরা গত ৩১ শে মার্চের মধ্যে পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে (Punjab National Bank) কেওয়াইসি আপডেট করেছিলেন তাদের নতুন করে কেওয়াইসি করতে হবে না। কিন্তু যারা নিয়ম মেনে ৩১ শে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট করেননি, তাদের জন্য ১২ ই আগষ্টের সময়সীমা নির্ধারিত করা হয়েছে।

pnb

গ্রাহকরা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ছবি ইত্যাদি জরুরি নথি নিয়ে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেট করতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের। এছাড়াও কেওয়াইসি তথ্য আপডেট করা যাবে PNB One অ্যাপের মাধ্যমে। রেজিস্টার্ড ইমেইল আইডির মাধ্যমে অনলাইন কেওয়াইসি আপডেট সম্ভব।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর