বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষের অর্থ গচ্ছিত থাকে ব্যাংকে। ব্যাংকে অর্থ গচ্ছিত রাখা একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে অ্যাকাউন্ট অনুযায়ী গ্রাহকরা পেয়ে থাকেন সুদ। গ্রাহকদের স্বার্থে ও রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী মাঝেমধ্যেই বিভিন্ন ব্যাংক নিজেদের পলিসিতে পরিবর্তন করে। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বড় সিদ্ধান্ত নিল।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে দেশের প্রচুর গ্রাহকের উপর। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি এবার বড় সিদ্ধান্ত নিল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই সিদ্ধান্তে প্রভাবিত হতে চলেছেন লক্ষ লক্ষ গ্রাহক।
আরোও পড়ুন : DA লড়াই জারি থাক! বেতনের চল্লিশ হাজার টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দিলেন শুভেন্দু
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন বছর ধরে যে ব্যাংক অ্যাকাউন্টগুলিতে লেনদেন হয়নি সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। একই সাথে যে অ্যাকাউন্টগুলিতে ব্যালেন্স নেই সেগুলিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে আগামী 30 শে জুনের মধ্যে।
আরোও পড়ুন : ৩ দিন তল্লাশি! বিকাশ ভবন থেকে বস্তাভর্তি নথি উদ্ধার CBI-র, এবার ঘুরবে নিয়োগ দুর্নীতি মামলার মোড়?
এই ধরনের অ্যাকাউন্টগুলির মাধ্যমে যাতে কোনও রকম দুর্নীতি না হয়, সেই কারণে অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাকাউন্টগুলির লেনদেন সম্পর্কিত হিসাব গণ্য করা হবে গত ৩০শে এপ্রিল ২০২৪ পর্যন্ত। ডিম্যাট অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যাকাউন্ট, এসআই (স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন) সহ লকার অ্যাকাউন্ট রয়েছে বন্ধের তালিকায়।
নাবালকদের অ্যাকাউন্ট অর্থাৎ সকুন্যা সমৃদ্ধি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অ্যাকাউন্টও রয়েছে। তবে যে অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে না সেগুলি হল পিএমএসবিওয়াই, এপিওয়াই, ডিবিটি ইত্যাদির করাণে খোলা অ্যাকাউন্ট। এছাড়াও বন্ধ করা হবে না আদালত, আয়কর দফতরের পক্ষ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্ট।