বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি PNB-র একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্র এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আসলে, ইতিমধ্যেই এই ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের উদ্দেশ্যে আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজেদের KYC ডিটেলস আপডেট করতে বলেছে।
PNB (Punjab National Bank)-র গ্রাহকেরা হয়ে যান সতর্ক:
মূলত, এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের সুষ্ঠুভাবে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে এই KYC সম্পূর্ণ করতে বলা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যাঁরা তাঁদের KYC তথ্য আপডেট করবেন না তাঁদের অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা বন্ধ করে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
তাই, আপনিও যদি PNB (Punjab National Bank)-র গ্রাহক হন, তাহলে অবশ্যই আপনার KYC তথ্য আপডেট করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন। যদি আপনার KYC করা না হয়ে থাকে তবে অবশ্যই এটি করিয়ে নিন এবং আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার হাত থেকে বাঁচান। জানিয়ে রাখি যে, এই ব্যাঙ্কের গ্রাহকেরা বাড়িতে বসেও KYC আপডেট করতে পারবেন। চলুন, জেনে নেই সেই প্রক্রিয়া।
আরও পড়ুন: রাহুলের ঘটনার পুনরাবৃত্তি? ম্যাচ হারার পর পন্থকে কী বললেন গোয়েঙ্কা? ভিডিও ভাইরাল হতেই শুরু হইচই
PNB ONE অ্যাপের মাধ্যমে অনলাইনে KYC করুন:
১: এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে PNB ONE টি ডাউনলোড করুন।
২: আপনার ক্রেডেন্সিয়ালের সাথে লগ ইন করুন।
৩: ওই অ্যাপে KYC আপডেট অপশনে যান।
৪: আপনার KYC আপডেট করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন। যদি স্ট্যাটাস “পেন্ডিং” আপডেট দেখায়, সেক্ষেত্রে “আপডেট KYC”-তে ক্লিক করুন।
৫: OTP বেসড আধার ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে আপনার পরিচয় যাচাই করুন।
৬: আধারের সাথে লিঙ্ক করা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন এবং নিশ্চিত করুন যে আপনার মোবাইল নম্বরটি OTP ভেরিফিকেশনের জন্য আধারের সাথে লিঙ্ক করা আছে। এর পরে আপনার KYC করা হবে।
আরও পড়ুন: ১.২৭ লক্ষ কোটির উৎপাদন! এবার এই সেক্টরে বাজিমাত করল ভারত, জয়জয়কার “মেক ইন ইন্ডিয়া”-র
অফলাইন KYC পদ্ধতি:
১. প্রয়োজনীয় নথির আসল এবং ফটোকপি সহ আপনার নিকটতম PNB (Punjab National Bank) ব্রাঞ্চে যান।
২. ব্যাঙ্কের দেওয়া KYC আপডেট ফর্ম পূরণ করুন, নথিগুলি প্রদান করুন এবং ব্যাঙ্ক ভেরিফিকেশন এর জন্য অপেক্ষা করুন৷
৩. আপনার KYC আপডেট সম্পূর্ণ হলে, আপনি PNB থেকে একটি কনফারমেশন মেসেজ পাবেন।