ঘরে বসেই হয়ে যাবে কাজ! মাস গেলে মিলবে মোটা টাকা, মাধ্যমিক উত্তীর্ণদের নিয়োগ করছে PNB

বাংলাহান্ট ডেস্ক : অবসর সময়ে ঘরে বসে কিছু কাজ করে যদি টাকা ইনকাম করা জয়, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে? এবার সেই ইচ্ছে পূরণ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। দীর্ঘদিন ধরে কি কাজ খুঁজছেন? কিন্তু যোগ্যতা কম থাকার কারণে সম্ভব হচ্ছে না? আর  চিন্তা নেই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোনো অভিজ্ঞতা কিংবা বিশেষ যোগ্যতা ছাড়াই কর্মী নিয়োগ করছে। কিভাবে আবেদন করবেন? কতই বা বয়স সীমা? বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকেই।

পদের নাম : ফাইন্যান্সিয়াল এডভাইজার পদে নিয়োগ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ফাইন্যান্স বা ইনস্যুরেন্স সম্পর্কে কাস্টমারদের বোঝানোই হবে মূল কাজ।

   

আরোও পড়ুন : আজও ঘোচেনি ‘আইবুড়ো’ তকমা! বিয়ে না করার কারণ কী? এবার রচনার কাছে মুখ খুললেন ঋ

বয়সসীমা : এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।

বেতন কাঠামো : মাসিক বেতনের ব্যবস্থা না থাকলেও কাজের ভিত্তিতে ১০-২৫ হাজার টাকা পর্যন্ত মাসে আয় করা যাবে।

আরোও পড়ুন : এবার ভারতে সফরে আসছেন মলদ্বীপের প্রেসিডেন্ট! তার আগেই সামনে এল মুইজ্জুর “বিষাক্ত পদক্ষেপ”

যোগ্যতা : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাইন্যান্সিয়াল এডভাইজার পদে কাজ করতে করতে ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পরীক্ষায় পাশ। তবেই মিলবে কাজ।

নিয়োগ প্রক্রিয়া : ফাইন্যান্সিয়াল এডভাইজার পদে যোগ প্রার্থীদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে। তবে প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরেই সরাসরি কাজে যোগ দিতে হবে। দেওয়া হবে ট্রেনিং। ট্রেনিং শেষে হয়ে গেলে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করুন।

pnb

 আবেদন প্রক্রিয়া :

1) প্রথমে Punjab National Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

2) এরপর “Start your journey as an advisor today” অপশন ক্লিক করুন।

3) তারপর “Join Now” অপশনে ক্লিক করুন।

4) নিজের বৈধ মোবাইল নম্বর দিয়ে আবেদন শুরু করুন।

5) এরপর প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভূল ভাবে পূরণ করুন।

6) এরপর সাবমিট করুন নিজের আবেদন পত্র।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর