ব্যাঙ্কে চাকরি করতে চান? দুর্দান্ত সুযোগ দিচ্ছে PNB! কিভাবে আবেদন করবেন?

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) পক্ষ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) বাঁকুড়া জেলার রুরাল সেলফ এমপ্লয়েড ট্রেনিং ইনস্টিটিউটে চারটি পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে হবে নিয়োগ, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে করবেন আবেদন, বিস্তারিত জেনে নেব এই প্রতিবেদনে।

পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে (Punjab National Bank) কর্মী নিয়োগ 

কোন কোন পদে নিয়োগ : ১টি করে শূন্য পদে Faculty, Office Assistant, Attender ও Watchman/Gardener নিয়োগ (Recruitment) করা হবে।

বয়সসীমা : ২২ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।

For this reason, Punjab National Bank warned its customers.

যোগ্যতা : Faculty, Office Assistant পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা। স্থানীয় ভাষা, হিন্দি ও ইংরেজিতে লিখতে ও বলতে জানতে হবে। Attender ও Watchman/Gardener পদে আবেদনের যোগ্যতা যথাক্রমে মাধ্যমিক পাস ও সপ্তম শ্রেণী পাস।

আরোও পড়ুন : BJP-র MLA-দের বেতন দিয়েই হবে মন্দির সংস্কার! বেলডাঙায় ‘ক্ষতিপূরণ’ ঘোষণা শুভেন্দুর 

আবেদন পদ্ধতি : আবেদনকারীকে  www.pnbindia.in ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। তারপর সেই আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে যাবতীয় নথি সহ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা : The Director, Punjab National Bank,

BANKURA, Shamayita Math Campus, VillageRanbahal, P.O. Amarkanan, District Bankura, West Bengal, Pin Code- 722133।

pnb fd interest

মাসিক বেতন : পদ অনুযায়ী বেতন কাঠামো ভিন্ন। মাসিক বেতন সংক্রান্ত বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.pnbindia.in পোর্টালে।

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ : ২২ নভেম্বর, ২০২৪।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর