বাংলাহান্ট ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বেশ কিছু বদল আনতে চলেছে সেভিংস অ্যাকাউন্টে (Savings Account)। ভারতের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক পরিষেবা চার্জ বদল করছে নূন্যতম গড় ব্যালেন্স বজায় রাখা, ডিমান্ড ড্রাফ্ট জারি করা, ডিডির নকল করা, চেক (ইসিএস সহ), রিটার্ন খরচ এবং লকার ভাড়ার ক্ষেত্রে। ১ অক্টোবর, ২০২৪ থেকে প্রযোজ্য হতে চলেছে এই নতুন চার্জ।
বড় বদল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) সেভিংস অ্যাকাউন্টে (Savings Account):
আগামী ১লা অক্টোবর থেকেই বেশ কিছু বড় বদল আসতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) নিয়মে। এই নিয়ম পরিবর্তনের ফলে প্রভাবিত হবেন ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক। আগামী মাসের প্রথম দিন থেকেই নিয়ম পরিবর্তন হচ্ছে ন্যূনতম গড় ব্যালান্স সহ ডিমান্ড ড্রাফট, চেক, লকার ভাড়ার মতো একাধিক ক্ষেত্রে।
আরোও পড়ুন : ‘এক মাস তো হয়ে গেল’,‘পুজোতে ফিরে আসুন’, আরজি কর কাণ্ডের মাঝেই ‘আহ্বান’ মমতার
জানানো হয়েছে, গ্রামীন এলাকার গ্রাহকদের ৫০০ টাকা, সেমি আরবান এলাকার গ্রাহকদের ১০০০ টাকা ও শহর এবং মেট্রো এলাকার গ্রাহকদের ২০০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে সেভিংস অ্যাকাউন্টে (Savings Account)। নূন্যতম এই ব্যালেন্স অ্যাকাউন্টে না রাখলে প্রতি তিন মাস অন্তর ব্যাংকের পক্ষ থেকে কাটা হবে চার্জ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে চার্জ কাটা হবে ০.৪% অথবা নূন্যতম ৫০ টাকা ও সর্বাধিক ১৫ হাজার টাকা পর্যন্ত। আগামী মাস থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লকার ভাড়ার ক্ষেত্রেও আসছে পরিবর্তন। গ্রামীন এলাকার গ্রাহকদের ১০০০ টাকা, সেমি আরবান এলাকার গ্রাহকদের ১২০০ টাকা ও শহর এবং মেট্রো এলাকার গ্রাহকদের ২০০০ টাকা দিতে হবে লকার চার্জ বাবদ।