বাংলাহান্ট ডেস্ক : আপনার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (Punjab National Bank) অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। ৩ বছর ধরে যে অ্যাকাউন্টে লেনদেন হয়নি এবং যেসব অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য, সেই সব অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। ব্যাংক (Punjab National Bank) জানাচ্ছে, অ্যাকাউন্ট হোল্ডারদের নিশ্চিত করতে হবে লেনদেন।
পিএনবি’র (Punjab National Bank) নয়া আপডেট
নয়ত সেই অ্যাকাউন্টগুলি (Account) চিরকালের মতো নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে, তিন বছর ধরে লেনদেনহীন অবস্থায় যেসব অ্যাকাউন্ট পড়ে রয়েছে এবং যে অ্যাকাউন্টগুলির ব্যালেন্স জিরো, সেইসব অ্যাকাউন্টের অধিকারীদের করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজ। অতীতেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) তরফ থেকে এই ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে গ্রাহকদের জন্য।
আরোও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০,০০০! মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প
তবে এবারের সতর্কবার্তায় নির্দিষ্ট করে দেওয়া হয়নি অন্তিম তারিখ। যেসব অ্যাকাউন্টগুলি গত তিন বছর ধরে লেনদেনহীন অবস্থায় পড়ে রয়েছে অথবা যে অ্যাকাউন্টগুলির ব্যালেন্স জিরো, সেইসব অ্যাকাউন্ট হোল্ডারদের বারবার ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে নোটিশ। সেই নোটিশে বলা হয়েছিল উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে নিষ্ক্রিয় করে দেওয়া হবে অ্যাকাউন্ট। যদিও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেনি ব্যাংক।
অন্যদিকে, ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়ম বলবৎ হবে না ডিম্যাট, পেনশন, সুকন্যা সমৃদ্ধি, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনা অ্যাকাউন্টের ক্ষেত্রে। এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গ্রাহকদের দ্রুত নিজেদের ব্র্যাঞ্চে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। KYC জাতীয় সমস্যা থাকলে দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে ব্যাংকের তরফে।