বাংলা হান্ট ডেস্কঃ নবজ্যোত সিং সিধুর ঘনিষ্ঠ বিধায়ক সুখজিন্দর রান্ধাবা পাঞ্জাবের আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কংগ্রেসের বিধায়ক প্রীতম সিংহ কোটকপুরা আর দর্শন সিং পাঞ্জাবের আগামী মুখ্যমন্ত্রীর নামের কথা জানিয়েছেন। নাম সামনে আসার পরই সুখজিন্দর বলেছেন, সরকার চার দিনের হোক আর চার মাসের, কাজ করা মানুষদের জন্য সময় পর্যাপ্ত। উনি বলেন, কারও যদি কাজ করার ইচ্ছে না হয়, তাহলে তাঁর কাছে ৪ বছরও অনেক কম।
এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পড় রবিবার চণ্ডীগড়ে কংগ্রেস দলের বিধায়কদের বৈঠক স্থগিত করে দেওয়া হয়। অনেক দিজ্ঞজ কংগ্রেস নেতার নামই সামনে উঠে আসছিল। অম্বিকা সোনিরও নাম সামনে এসেছিল। যদিও তিনি মুখ্যমন্ত্রী হবেন না বলে সাফ জানিয়ে দেন। উনি রাহুল গান্ধীকে বলেছিলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী একজন শিখ সম্প্রদায়ের হওয়া উচিৎ।
অন্যদিকে পাঞ্জাব কংগ্রেসের প্রধান নবজ্যোৎ সিং সিধুর সচিব মোহম্মদ মুস্তফা জানান, সিধু দেশদ্রোহী নন। এবার যদি ক্যাপ্টেন সিধুকে আবারও দেশদ্রোহী বলেন, তাহলে সব ফাঁস করে দেব। ক্যাপ্টেনের নিশানায় সিধু না, রয়েছে গান্ধী পরিবার। আমি গান্ধী পরিবারকে নিশানা হতে দেব না।
মুস্তফা বলেন, ক্যাপ্টেন বিগত পাঁচ বছর ধরে পাঞ্জাবের নাম বদমান করে এসেছে। কংগ্রেসের লোক ওনাকে সাড়ে চার বছর ধরে সহ্য করে আসছে। আমি দলের নেতা হলে ক্যাপ্টেনকে মাত্র ৩০ দিনেই দল থেকে বের করে দিতাম।