টাকার বদলে বিদেশে মানুষ পাচার, ১৯ বছরের পুরনো মামলায় দু বছরের কারাদণ্ড দালের মেহেন্দির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মানুষ পাচারের (Human Trafficking) অভিযোগে দু বছরের জন‍্য কারাদণ্ডে দণ্ডিত হলেন বলিউড গায়ক দালের মেহেন্দি (Daler Mehndi)। ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে মানুষ পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ১৯ বছর পর সেই মামলার সাজা শোনালো পাটিয়ালা আদালত। গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছে গায়ককে।

২০১৮ সালে এই আদালতেই দালের মেহেন্দিকে দোষী সাব‍্যস্ত করে কারাদণ্ডের সাজা ঘোষনা করা হয়েছিল‌। দু বছর জেলও খেটেছিলেন তিনি। পরবর্তীকালে জামিন পান গায়ক। বৃহস্পতিবার মেহেন্দিকে ফের দু বছরের জন‍্য জেল খাটার সাজা শোনানো হয়। আদালতের নির্দেশ মেনে গায়ককে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিস।


ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০ বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারা এবং ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে দালের মেহেন্দিকে। ২০০৩ সালে পঞ্জাবি গায়ক, তাঁর ভাই শামশের সিং (এখন মৃত) সহ আরো দুই ব‍্যক্তির বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ উঠেছিল।

সর্দার পাটিয়ালা থানায় অভিযোগ দায়ের হয়েছিল এই মর্মে। প্রথম অভিযোগের তদন্তে নেমেই পুলিস একের পর এক ৩৫ টি অভিযোগ পায় গায়কের বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, দালের মেহেন্দি নাকি বেআইনি ভাবে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকেই ১২ লাখ পর্যন্ত টাকা তুলেছিলেন।

নিজের নাচের ট্রুপের সদস‍্য বানিয়ে আমেরিকা, কানাডার মতো দেশে পাঠাবেন বলে টাকা তুলতেন গায়ক। নয়া দিল্লিতে মেহেন্দির অফিসে হানা দিয়ে যথেষ্ট প্রমাণও এসেছে পুলিসের হাতে যা গায়ককেই দোষী সাব‍্যস্ত করে। আদালতের নির্দেশ মতো পাটিয়ালার এক জেলে পাঠানো হয়েছে দালের মেহেন্দিকে।

সম্পর্কিত খবর

X