কংগ্রেসের হয়ে লড়ে ভোটে হেরেছিলেন, নিরাপত্তা উঠতেই গুলিতে ঝাঁঝরা বিতর্কিত পঞ্জাবি গায়ক সিধু

বাংলাহান্ট ডেস্ক: গুলিতে নিহত পঞ্জাবি গায়ক (Punjabi Singer) সিধু মুসে ওয়ালা (Sidhu Moose Wala)। রবিবার পঞ্জাবের মনসা গ্রামে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব‍্যক্তি তাঁ উপরে হামলা চালায়। পঞ্জাবে কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন তিনি। কিন্তু জয়ের মুখ দেখেননি। পঞ্জাব পুলিস গায়কের উপর থেকে নিরাপত্তা ব‍্যবস্থা সরিয়ে নেওয়ার পরদিনই প্রাণঘাতী হামলা হল তাঁর উপরে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রক্ষা পাননি সিধু্।

গত বছরই কংগ্রেসে যোগদান করেছিলেন সিধু। চলতি বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েন তিনি। কিন্তু আম আদমি পার্টির বিজয় সিংলার কাছে ৬০ হাজারের বেশি ভোটে হেরে যান সিধু। মুসেওয়ালা সহ ৪০০ জন ব‍্যক্তির উপরে নিরাপত্তা ব‍্যবস্থা মোতায়েন করেছিল পঞ্জাব পুলিস।

   

Moosawala 1
অতি সম্প্রতি সেই নিরাপত্তার বেষ্টনী সরিয়ে দেওয়া হয়। আর তার পরদিনই এমন হামলা। জানা গিয়েছে, সিধু সহ আরো দুজন ব‍্যক্তির উপরে ৩০ রাউন্ড গুলি চালানো হয়। আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে আনা হয় সিধুকে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

সিধু মুসে ওয়ালার আসল নাম শুভদীপ সিং সিধু। ১৯৯৩ সালে মনসা জেলার মুসে ওয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর। বিশেষ করে র‍্যাপ গানে তাঁর বিশেষ জনপ্রিয়তা ছিল। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাশ করে কানাডা পাড়ি দেন সিধু।

কলেজে থাকতেই গানে নাম করেছিলেন তিনি। তবে পঞ্জাবি সঙ্গীত জগতে বেশ বিতর্কিত গায়ক ছিলেন সিধু। নিজের গানে গ‍্যাংস্টার, বন্দুক সংষ্কৃতির প্রচার করতেন তিনি। ২০১৯ সালে একজন শিখ যোদ্ধাকে অপমান করার অভিযোগে বিতর্কের মুখেও পড়েছিলেন সিধু। পরে তিনি ক্ষমা চাইতে বাধ‍্য হন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর