বন্য বা গৃহপালিত পশুর নানান ধরনের কার্যকলাপ বেশ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলিতে। কিছুদিন আগেই মানুষের মত কথা বলে ভাইরাল হয়েছিল পোষা শালিক। মা, বাবা, কাকি একের পর এক শব্দ শুধু বলতে বলার অপেক্ষা, সঙ্গে সঙ্গেই তা বলে শুনিয়ে দিচ্ছে শালিখ। গলাও পরিষ্কার, প্রত্যেকটি শব্দই শোনা যাচ্ছে। এই শালিখ আসলে পোষা। খাঁচার মধ্যে থাকে সে। বাড়ির মালকিনই তাকে শিখিয়েছে কথা বলা। পরিষ্কার গলায় মা, বাবা ডাক শুনে যে কেউ টিয়া বলে ভুল করবেই। ‘বিট্টু’ নামে এক টিয়াপাখির কাণ্ডকারখানাও ভাইরাল হয়েছিল নেটজগতে। মিষ্টি গলায় ‘দুষ্টমি করছ?’, ‘করছ না?’ বলে সব্বার মন জয় করে নিয়েছিল সে।
৪ টি বাঘ অগভির পুকুরে হাঁস শিকার করতে নেমেছে। কিন্তু কিছুতেই বাগে আনতে পারছে না। অবশ্য মাঠে নেমেছে ৩ টেই বাঘ। অপরজন দর্শনার্থী। তারা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে হাঁস টির ওপর। কিন্তু অবলীলায় সেই বাঘদের থেকে ডুব সাঁতারে নিজেকে বাচিয়ে নিচ্ছে একরত্তি হাঁস। এক বার নয় বার বার। যেন কোনো যাদু শিল্পীর ভোজবাজি। চোখের সামনেই পলকের মধ্যেই উধাও হাঁস টি। ভাইরাল হয়েছিল এই ভিডিও ও।