মোরগের ডাকের নকল করে ভাইরাল কুকুরছানা

বাংলাহান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই কুকুরের গানে কেঁপেছিল সোস্যাল মিডিয়া। এবার ভাইরাল হল কুকুরের মোরগের মত ডাক। ভিডিও টিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি সাদা কুকুর ছানা মোরগের তালে তাল রেখে ডেকে চলেছে। যা বেশ চমকপ্রদ। শেয়ার হয়েছে সাড়ে তিন হাজার। যত সময় যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের সংখ্যা।
WhatsApp Image 2020 01 27 at 00.44.47ভাইরাল কুকুরের কথা বললেই নেটিজেনদের কাছে যার ছবি প্রথম ভেসে আসে সে বু। বু (16 ই মার্চ, 2006 – 18 জানুয়ারী, 2019) একটি পোমারিয়ানিয়ান কুকুর ছিল যা একটি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে।  ২০১৬ সালের মার্চ অবধি, বু’র ফেসবুকে ১ 17.৫ মিলিয়ন লাইক ছিল।

বন্য বা গৃহপালিত পশুর নানান ধরনের কার্যকলাপ বেশ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলিতে। কিছুদিন আগেই মানুষের মত কথা বলে ভাইরাল হয়েছিল পোষা শালিক। মা, বাবা, কাকি একের পর এক শব্দ শুধু বলতে বলার অপেক্ষা, সঙ্গে সঙ্গেই তা বলে শুনিয়ে দিচ্ছে শালিখ। গলাও পরিষ্কার, প্রত্যেকটি শব্দই শোনা যাচ্ছে। এই শালিখ আসলে পোষা। খাঁচার মধ্যে থাকে সে। বাড়ির মালকিনই তাকে শিখিয়েছে কথা বলা। পরিষ্কার গলায় মা, বাবা ডাক শুনে যে কেউ টিয়া বলে ভুল করবেই।   ‘বিট্টু’ নামে এক টিয়াপাখির কাণ্ডকারখানাও ভাইরাল হয়েছিল নেটজগতে। মিষ্টি গলায় ‘দুষ্টমি করছ?’,  ‘করছ না?’  বলে সব্বার মন জয় করে নিয়েছিল সে।

৪ টি বাঘ অগভির পুকুরে হাঁস শিকার করতে নেমেছে। কিন্তু কিছুতেই বাগে আনতে পারছে না। অবশ্য মাঠে নেমেছে ৩ টেই বাঘ। অপরজন দর্শনার্থী। তারা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে হাঁস টির ওপর। কিন্তু অবলীলায় সেই বাঘদের থেকে ডুব সাঁতারে নিজেকে বাচিয়ে নিচ্ছে একরত্তি হাঁস। এক বার নয় বার বার। যেন কোনো যাদু শিল্পীর ভোজবাজি। চোখের সামনেই পলকের মধ্যেই উধাও হাঁস টি। ভাইরাল হয়েছিল এই ভিডিও ও।

 

সম্পর্কিত খবর