গরম বিরিয়ানি বিলি শুরু হতেই একি কাণ্ড! ফাঁকা হয়ে তৃণমূলের সভা, রাগে সভাস্থল ছাড়লেন চন্দ্রিমা

বাংলা হান্ট ডেস্কঃ শীতের সন্ধ্যায় একটা গরম গরম বিরিয়ানির প্যাকেট পেলে কিন্তু মন্দ হয়না। বাঙালীর কাছে বিরিয়ানি (biryani) ইস ইমোশন। আর এই বিরিয়ানি নিয়েই এবার অবাক কাণ্ড ঘটল পূর্ব মেদিনীপুরে। এর আগে শাসকদল তৃণমূলের পূর্ব বর্ধমানের সভায় বিরিয়ানি বিশৃঙ্খলা তৈরী হয়েছে। এবারেও বিরিয়ানি নিয়েই শুরু ঝামেলা। তাও আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur)।

বুধবার কাঁথির বীরেন্দ্র স্মৃতিসৌধে সঙ্গবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল মহিলা তৃণমূলের তরফে। সবার প্রধান বক্তা ছিলেন রাজ্যের রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূলের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আর সেখানেই চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হল বিরিয়ানিকে কেন্দ্র করে।

জানা গিয়েছে, এদিন কাঁথির অনুষ্ঠানে টিফিন হিসাবে সকলের জন্য রাখা হয়েছিল বিরিয়ানির প্যাকেট। মন্ত্রী বক্তৃতা শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিরিয়ানির প্যাকেট বিলি শুরু হয় বাইরে। আর তাতেই বিপত্তি। বিরিয়ানি বিলি শুরু হতেই হুড়মুড় করে সভাস্থল ছেড়ে বেরিয়ে পড়েন তৃণমূলের মহিলা কর্মীরা।

চন্দ্রিমাদেবীর বক্তৃতার মাঝেই ধাক্কাধাক্কি করে প্রেক্ষাগৃহ ছেড়ে বিরিয়ানির জন্য বাইরে ভিড় জমান মহিলা কর্মীরা। প্রথমে তাদের নিজেদের জায়গায় বসার জন্য অনুরোধ করেন মন্ত্রী। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। এর পরই রেগে সভাস্থল থেকে বেরিয়ে যান চন্দ্রিমা। বক্তৃতা থামিয়ে সভা ছাড়েন ক্ষুব্ধ চন্দ্রিমা।

মহিলা কর্মীদের এহেন কাণ্ডে চরম অস্বস্তিতে পড়েন জেলাস্তরের নেতারা। স্থানীয় নেতারা মাইক্রোফোন হাতে নিয়ে মহিলা কর্মীদের শান্ত হয়ে বসার জন্য অনেক কাকুতি- মিনতিও শুরু করেন। বলেন সকলের জন্য প্যাকেট রাখা আছে, সবাই পাবেন। তবে সেকথা কানে নেয়নি কেউই।

chandrima

আরও পড়ুন: ‘সম্ভব নয়…’, প্রাথমিকে ডিএলএড, বিএড মামলা নিয়ে এবার মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল

এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল। তিনি বলেন, ‘তৃণমূল নীতি আদর্শহীন একটা দল। কোনও শৃঙ্খলা নেই। শুধুমাত্র অর্থ আর টিফিনের প্রলোভন দেখিয়ে ওরা মহিলাদের সভাসমিতি গুলোতে ভীড় বাড়ায়।’’ তবে এদিন তৃণমূলের সভায় ভীড় সত্যিই নজরকাড়া ছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর