বন্ধ করা হলো জগন্নাথ দর্শন, পুরীর গুচিন্ডা মন্দিরে ভক্ত সমাগমে জারী হল নিষেধাজ্ঞা

বাংলাহান্ট ডেস্ক : এই বছরের মতো মিটে গিয়েছে সোজা রথের পর্ব। আর সোজা রথের পর্ব মিটতেই নতুন সাজে সাজাতে “বানাকা লাগি” রীতি অনুযায়ী সপ্তাহের শুরুর দিনই দর্শনার্থী দের জন্য বন্ধ থাকবে পুরীর জগন্নাথধাম। পুরীর গুণ্ডিচা মন্দিরের অধপ মণ্ডপে বর্তমানে অধিষ্ঠিত রয়েছেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। গত ৮ জুনের মতোই “বনাকা লাগি” রীতি অনুযায়ী আবারও বন্ধ থাকবে পুরীর মন্দির। তবে এ শুধুই দর্শনার্থী দের জন্যই । মন্দির কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে।

কি এই “বানকা লাগি” রীতি? সুপ্রাচীন কাল ধরে চলে আসা এই রীতি কে একটি পবিত্র রীতি হিসাবে পালন করা হয় । এই রীতি অনুসারে ভগবান জগন্নাথ , বলরাম ও শুভদ্রার বিগ্রহকে সাজিয়ে তোলা হয় নতুন ভাবে নতুন রূপে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে পাঁচ থেকে আট ঘণ্টা। বনকা লাগি শব্দটির বানা কথাটির অর্থ “জঙ্গল” এবং লাগি কথাটির অর্থ “আবেদন জানানো” ।

কেন এই বিশেষ নামকরণ? এই পদ্ধতিতে সাজাতে ব্যাবহার করা হয় কিছু বিশেষ আয়ুর্বেদিক রং । লাল, হলুদ , সাদা ও কালো রং ই মূলত ব্যবহৃত হয় । লাল রং আসে লাল বর্ণের হরিলতা থেকে। হলুদ রং আসে হিঙ্গুলা থেকে। সাদা রং হিসাবে ব্যবহৃত হয় শাঁখের গুঁড়ো। তাই এই বিশেষ নামকরণ।

করা সাজিয়ে তোলেন বিগ্রহ? এই রীতি পালনের জন্য আছেন বিশেষ সেবায়েত । তাদের বলা হয় “দত্ত মহাপাত্র” । এনারা বংশানুক্রমিক ভাবে এই কাজ করে আসছেন।

হাতে ধরে ,যত্ন সহকারে সবরকম বিধি নিষেধাজ্ঞা মেনে এই রীতি পবিত্র ভাবে পালিত হতে সময় লাগে অনেক । তাই সোমবার বন্ধ থাকবে পুরীর গুন্ডিচা মন্দির। বন্ধ থাকবে বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর