Puri: দীর্ঘ ৯ মাস প্রিয় জগন্নাথ (Jagannath) দেবের দর্শন পাবেন ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ খুলে গেল পুরীর জগন্নাথ মন্দির। যদিও এই মুহুর্তে সকলের জন্য উন্মুক্ত হয়নি এই দেবালয়। ধাপে ধাপে খুলতে চলেছে মন্দির। প্রথমে সেবায়েতদের পরিবার, তারপর পুরীর জনগন এবং সবশেষে দেশ-বিদেশের ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। কবে থেকে কারা প্রবেশ করতে পারবেন দেখে নিন এক নজরে
মন্দিরের তরফে জানানো হয়েছে, প্রথম ৩ দিন মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে শুধু সেবায়েতদের পরিবারের মানুষদের। অর্থাৎ ২৬ ডিসেম্বর পর্যন্ত সেবায়েত ও তাদের পরিবারের সদস্যরা পাবেন জগন্নাথ দেবের দর্শন।
২৬ ডিসেম্বর থেকে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত মন্দির খোলা থাকবে শুধুমাত্র পুরীর জনগনের জন্য। তবে সকলে একসাথে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে ওয়ার্ড ভিত্তিক। কোন ওয়ার্ডের নাগরিকরা কবে প্রবেশ করতে পারবেন তা জানিয়ে দেওয়া হয়েছে।
নতুন বছর ২০২১ এর প্রথম ২ দিন অর্থাৎ ১ ও ২ জানুয়ারি বন্ধ থাকবে দেবালয়। ৩ জানুয়ারি থেকে দেশ বিদেশের পুন্যার্থীদের জন্য খুলে যাবে পুরী জগন্নাথ মন্দিরের দরজা।
Odisha: Following all COVID-19 related protocols, Jagannath Temple in Puri reopens for devotees after nine months. #COVID19 pic.twitter.com/jMS8OQzAtb
— ANI (@ANI) December 23, 2020
জানিয়ে রাখি, মার্চ মাস থেকে হওয়া লকডাউনে অন্যান্য অনেক দেবালয়ের মতো বন্ধ ছিল এই মন্দিরও। পুরীর বিখ্যাত রথযাত্রাও পালিত হয় ভক্তদের ছাড়া। শুধুমাত্র নিয়মরক্ষা করা হয়৷ আনলকপর্বে একের পর এক মন্দির খুলে গেলেও এই মন্দির খোলা হয় নি। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ভক্তরা পেতে চলেছেন জগন্নাথ দেবের দর্শন।