লাইনে দাঁড়ানোর দিন শেষ! ভক্তদের ডাকে সাড়া দিলেন জগন্নাথ, রথের আগেই খুলছে মন্দিরের চারটি দরজা

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে রথযাত্রা (Rathyatra)। এবছর জুলাইয়ের ১৪ তারিখ পড়েছে জগন্নাথ দেবের (Jagannath Dev) রথযাত্রা। আর তার আগেই সামনে এলো পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা নিয়ে বড়সড় আপডেট। যার ফলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হবে না পুণ্যার্থীদের। তাই এবার আরো সহজ হতে চলেছে দেবদর্শন।

বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা। খুব তাড়াতাড়ি ১২ শতাব্দীর পুরনো এই মন্দিরের চারটি দরজা (Four Gets) খুলে দেওয়া হবে। যার ফলে আর ভিড়ে ঠাসাঠাসি করে নয় শান্তি করে প্রাণ ভরে ঈশ্বর দর্শন করতে পারবেন ভক্তরা। ইতিমধ্যেই এই মর্মে প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন।

অনেকদিন ধরেই পুরীর এই জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। এই মুহূর্তে ভক্তদের প্রবেশের জন্য কেবলমাত্র পুরীর সিংহ দ্বারটাই খোলা রয়েছে। ধীরে ধীরে আরো দুটি দরজা খোলারও ব্যবস্থা করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী দু-চার দিনের মধ্যেই বাকি সবকটি দরজাও খুলে দেওয়া হতে পারে।

যদিও এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে নির্দিষ্ট কোন দিনক্ষণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। জানা যাচ্ছে গত রবিবার পুরীর জেলাশাসকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। তারপরেই একটি দল পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে পৌঁছায় সোমবার। বর্তমানে এই মন্দিরের চারটি ফটক কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার জন্য পুরির মন্দিরে পৌঁছেছিলেন ওই স্পেশাল টিম।

আরও পড়ুন: আবাস যোজনায় আরও বেশি টাকা দেবে সরকার! তৃতীয়বার ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত মোদির

জানা যাচ্ছে সিংহ দরজা ছাড়াও বাকি তিনটি ফটকের সামনে জিগজ্যাক পদ্ধতিত ব্যারিকেড করে দেওয়া হবে। এছাড়াও, সিংহদুয়ারের মতোই প্রতিটি গেটের সামনেই থাকবে জুতো রাখার নির্দিষ্ট ব়্যাক। সিংহদুয়ারের সামনে দিয়ে যেভাবে সমস্ত নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভক্তরা জগন্নাথধামে প্রবেশ করেন, বাকি তিনটি দরজার ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে বলেই খবর।

Puri

প্রত্যেক ব্যারিকেডের সামনে পুণ্যার্থীদের সিকিউরিটি চেকিং করা হবে। এরপর নিরাপত্তারক্ষীরা মনে করলে তবেই প্রবেশ করতে দেওয়া হবে পুরীর মন্দিরে। যার ফলে এবার একেবারে নির্বিগ্নে পুরীর জগন্নাথ দেবের দর্শন সারতে পারবেন ভক্তরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর