বাংলা হান্ট ডেস্ক: ভারতের চার ধামের মধ্যে অন্যতম একটি ধাম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)। এই মন্দিরকে ঘিরেই রয়েছে নানা অলৌকিক কাহিনি। পৌরাণিক কাহিনি অনুসারে, শ্রী কৃষ্ণের অন্য আরেক রূপই হচ্ছেন বাবা জগন্নাথ। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই মন্দিরে আসেন। ঘণ্টার পর ঘন্টা ভিড় ঠেলে বিগ্রহ দর্শন করেন। তবে এখন থেকে জগন্নাথ দর্শন হবে আরও সহজ। আর ভিড় ঠেলে দর্শনার্থীদের জগন্নাথ দর্শন করতে হবে না। কারণ পুরীর মন্দিরে নতুন নিয়ম লাগু করা হয়েছে, মানতে হবে সকলকেই। কি সেই নিয়ম?
পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) লাগু হল নতুন নিয়ম:
জানা যাচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) ভক্তদের ভিড় সামলাতে নতুন নিয়ম চালু করছেন মন্দির কর্তৃপক্ষ। এতে করে যেমন ভিড় সামলানো যাবে, তেমনি বিগ্রহ দর্শন আরও সহজ হবে। এখন থেকে পুরীর মন্দিরে পুজো দিতে গেলে প্রত্যেককে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তারপর পুজো দিতে হবে। জানা গিয়েছে, জানুয়ারি মাস থেকে এই নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল। তবে মন্দিরের কিছু কাজের জন্য এই নিয়ম চালু হতে দেরি হয়ে যায়। কিন্তু নতুন বছরের ১ ফেব্রুয়ারি থেকেই এই নিয়ম শুরু লাগু হচ্ছে। পুরুষ, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা নির্বিশেষে সকলকেই এই নিয়ম মেনে চলতে হবে।
ঠিক কি নিয়ম চালু করা হল পুরীর জগন্নাথ মন্দিরে: জানা গিয়েছে, এখন থেকে পুরীতে জগন্নাথ দর্শনের জন্য নারী-পুরুষদের জন্য আলাদা আলাদা সারি করা হচ্ছে। মোট ৬ টি সারি তৈরি করার নির্দেশ দিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) কর্তৃপক্ষ। মহিলা এবং শিশুদের জন্য থাকবে একটি আলাদা লাইন। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও আলাদা সারি থাকছে। সেই সাথে বয়স্কদের জন্যও থাকবে পৃথক লাইন। আর বাকি যে ৩ টি লাইন থাকছে সেটি শুধুমাত্র পুরুষদের জন্য। অর্থাৎ সকলে আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন।
আরও পড়ুনঃ বকেয়া DA নিয়ে বড় খবর! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? সামনে নয়া আপডেট
শুধু তাই নয় একই সাথে জানা যাচ্ছে, প্রত্যেক সারিতে ব্যারিকেড দেওয়া থাকবে যাতে একে অপরের লাইনে কেউ ঢুকে যেতে না পারে। এই বিষয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, নাটমন্দিরের কাঠামোর কোনও ক্ষতি না করেই ব্যারিকেড বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর তার জন্য তাঁরা আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকেও অনুমতি পেয়েছেন। ভক্তদের নিরাপত্তার কথা ভেবে এবং মন্দিরে ভিড় এড়াতেই এমন নিয়ম।
আরও পড়ুনঃ বাংলার আবাস যোজনায় বিরাট কারচুপি! হাই কোর্টে জনস্বার্থ মামলা গ্রামবাসীদের
বেরোনোর জন্য রয়েছে আলাদা পথ: বলা হচ্ছে এই নতুন নিয়ম শুরু হয়ে গেলে দর্শনার্থীদের আর ভিড় ঠেলে বিগ্রহ দর্শন করতে হবে না। পাশাপাশি নাট মন্দিরের উঁচু জায়গা থেকে আরও সহজে জগন্নাথ দর্শনের সুযোগ পাবেন। শুধু তাই নয়, জগন্নাথ দর্শন হয়ে গেলে বাইরে যাওয়ার জন্য মহিলা এবং পুরুষ সকলের জন্য পথও পৃথক রাখা হয়েছে। মহিলা, শিশু, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাইরে বেরোনোর জন্য রয়েছে একটি দ্বার। আর পুরুষদের বাইরে বেরোনোর জন্য রয়েছে আলাদা দ্বার। সব মিলিয়ে সুব্যবস্থা চালু করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)।