হাতে রাখুন সামান্য টাকা, বিশাল সস্তায় পুরী ভ্রমণের দুর্দান্ত সুযোগ! মিস করলেই পস্তাবেন

বাংলাহান্ট ডেস্ক : পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে গেছে মাতৃপক্ষ। উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্র পুজোর আমেজ। আর কয়েকদিন পর মহাষষ্ঠী। গোটা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন পুজোর এই কটা দিনের জন্য। স্কুল-কলেজ থেকে শুরু করে অফিস, সব বন্ধ থাকে পুজোর কটা দিন। এই কটা দিনের ছুটিতে অনেকেই বাইরে ঘুরতে চলে যান।

বহু মানুষ রয়েছেন যাদের ভিড় একদমই পছন্দ নয়। তারা পুজোর ছুটি একটু নিরিবিলিতে কাটাতে পাড়ি জমান অন্য জায়গায়। তেমনই বহু বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরী। বহু বাঙালির কাছে পুজোর সময় পুরী হয়ে ওঠে রীতিমতো হট ডেসটিনেশন। সমুদ্র সৈকতের ধারে বসে মুগ্ধ হয়ে যান আট থেকে আশি।

আরোও পড়ুন : বড়সড় বিপত্তি NJP-হাওড়া বন্দে ভারতে! ফুটো হয়ে গেল চাকা, তদন্তে নামল রেল

পুরীর সৈকতে সময় কাটানো থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়া, সবই হয়ে যেতে পারে এক যাত্রায়। তাই অনেকেই রথ দেখা কলা বেচার মতো এই সময়টাতে নিজেদের ডেস্টিনেশন তালিকায় রাখেন পুরীকে। পুরীর সৈকত ও জগন্নাথ দেবের মন্দির ছাড়াও একাধিক ঘোরার জায়গা রয়েছে এখানে।

আরোও পড়ুন : মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারের চাকরি! ৯ হাজার RPF নেবে রেল, মিলবে মোটা বেতন

শ্রী গুন্দিচা মন্দির, স্বর্গদ্বার সৈকত, শ্রী বিমলা শক্তি মন্দির, লাইট হাউজ বিচ বেশ, কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, পশ্চিমবঙ্গের কালীমাতার মন্দির বেশ প্রসিদ্ধ পর্যটকদের কাছে। পুরী ঘুরতে যাওয়া মানে একদিকে যেমন সমুদ্র সৈকতের হাতছানি, অন্যদিকে, জগন্নাথ দেবের মন্দির।

Now Puri can be reached very easily

এই পুরীতে স্বল্প খরচে রয়েছে বেশ কিছু থাকার জায়গা। এই হোটেলগুলির ভাড়া কত জানেন? চলুন এক নজরে সেই দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। নেচার ক্যাম্প- ৪ হাজার ৯৫২ টাকা। সাতকোশিয়া নেচার ক্যাম্প- ২ হাজার ৪৭৬ টাকা। চিল্কা নেচার ক্যাম্প- ৬ হাজার ১৯০ টাকা। পান্থনিবাস সুইট- ৪ হাজার ১০০ টাকা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর