খোঁজ পাননি ‘অপারেশন সিঁদুর’এর! পাকিস্তানে কীভাবে কাটত দিনগুলি? অজানা অভিজ্ঞতার কথা শোনালেন পূর্ণম

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ২০ দিন ধরে পাকিস্তানে বন্দি! না, এ কোনো বলিউডি ছবির গল্প নয়, বরং একজন ভারতীয় বিএসএফ জওয়ানের জন্য কঠোর বাস্তব। পশ্চিমবঙ্গের হুগলীর রিষড়ার বাসিন্দা পূর্ণম (Purnam Kumar Shaw) ডিউটিরত অবস্থাতেই কোনো ভাবে সীমান্ত পেরিয়ে পা রেখে ফেলেছিলেন পাকিস্তানের ভূখন্ডে। তারপরেই পাক সেনাবাহিনী তাঁকে বন্দি করে। গত ২৩ শে মে পহেলগাঁও হামলার ঠিক পরের দিনই পাকিস্তানের হাতে বন্দি হন পূর্ণম (Purnam Kumar Shaw)। দীর্ঘদিন কার্যত অনিশ্চয়তায় দিন কাটিয়েছেন তাঁর পরিবার। ওই দিনগুলো কীভাবে কেটেছে পূর্ণমের? কেমন ব্যবহার পেয়েছিলেন তিনি পাক সেনার কাছে?

পাকিস্তানে কাটানো দিন নিয়ে মুখ খুললেন পূর্ণম (Purnam Kumar Shaw)

গত ১৪ মে পাকিস্তান থেকে ভারতে পা রাখেন বিএসএফ জওয়ান পূর্ণম (Purnam Kumar Shaw)। আর ২৩ মে তিনি ফিরেছেন নিজের হুগলীর বাড়িতে। গোটা এলাকায় উৎসবের পরিবেশ। উচ্ছ্বসিত পূর্ণমের স্ত্রীও। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তিন চার মাস অন্তর ছুটি নিয়ে বাড়িতে আসেন বিএসএফ জওয়ানরা। কিন্তু তখন ডিউটিতে থাকেন, তাই চিন্তা একটু কম থাকেন। কিন্তু একটা শত্রুদেশে এতদিন থাকা, পূর্ণমের (Purnam Kumar Shaw) স্ত্রী ভেবেছিলেন আর হয়তো দেখাই হবে না।

Purnam Kumar Shaw opened up about days in Pakistan

কীভাবে পাকিস্তানে গিয়ে পড়লেনন: রকম কথা শোনা গেল পূর্ণমের (Purnam Kumar Shaw) মুখেও। তিনি বললেন, কতদিন সেখানে থাকতে হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এদিকে বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ছোট সন্তান, বাবা মা সবার জন্যই চিন্তা হত তাঁর। পূর্ণমের (Purnam Kumar Shaw) স্ত্রী জানান, ওখানে সীমান্তটা সোজা নয়, আঁকাবাঁকা। হয়তো কোনো ভুল হয়ে গিয়ে থাকবে। যদিও পূর্ণম নাকি বলেছেন, তিনি নিজের ডিউটি করছিলেন। আচমকাই দুজন পাক রেঞ্জার এসে তাঁকে ধরে নিয়ে যায়। ওদেশের কেউ ভারতে ধরা পড়লে কী হয় সেই প্রোটোকল তিনি জানতেন, তাই সেভাবেই প্রস্তুত ছিলেন বলে জানান পূর্ণম।

আরো পড়ুন : সর্ষের মধ্যেই ভূত? ১০ হাজার টাকা দিলেই উঠে যাচ্ছে ভোটার লিস্টে নাম! কাঠগড়ায় তৃণমূল

কেমন ব্যবহার পেতেন: পাকিস্তানে থাকাকালীন কীভাবে দিন কাটত পূর্ণমের (Purnam Kumar Shaw), কী খাবার পেতেন? তাঁর স্ত্রী বলেন, পাকিস্তানের মতো শত্রু দেশে বিরিয়ানি দিলেও তিনি খাবেন না। শুধু বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকুই খেতেন বলে জানিয়েছেন পূর্ণম। ওখানে থাকাকালীন ভারতের কোনো খবর, অপারেশন সিঁদুর এর কথাও তিনি জানতে পারেননি বলে জানান পূর্ণম (Purnam Kumar Shaw)। যদিও তাঁকে পাকিস্তানে কোনো অত্যাচার করা হয়েছিল কিনা, তারা কেমন ব্যবহার করেছিল, সেসব কিছুই গোপনীয়তার স্বার্থে প্রকাশ করতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, সময় এলে ঠিক জবাব দেওয়া হবে।

আরো পড়ুন : দু বছর আগের মামলা, BJP কর্মী খুনে অবশেষে NIA-র জালে মূল অভিযুক্ত ‘এই’ তৃণমূল নেতা

এতদিন শত্রু দেশের ভূখন্ডে আটকে থাকা, ভয় লাগেনি পূর্ণমের? উত্তরে বিএসএফ জওয়ান বলেন, “আমাদের ট্রেনিংটাই এমন হয় যে ভয় না পেয়ে সহ্য করতে হবে। আমরা ভয় পেলে দেশ চলবে না। আমাদের জন্য দেশবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারছে। দেশের জন্য যদি আমাদের প্রাণও চলে যায় তাও ভয় পেলে চলবে না।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X