বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘরে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। পাক রেঞ্জার্সদের হাতে আটকে পড়া পূর্ণম গত ১৪ মে ভারতে ফিরেছিলেন। এদিকে, পূর্ণমের প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই স্বস্তি পায় তাঁর পরিবার। যদিও, তারপরে পূর্ণমের বাড়িতে ফিরে আসার ক্ষেত্রে আরও কিছুটা অপেক্ষা করতে হয়। তবে, শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে নামলেন পূর্ণম।
বাড়িতে ফিরলেন পূর্ণম (Purnam Kumar Shaw):
এদিকে, স্টেশনে নেমেই পাকিস্তানে আটকে থাকাকালীন তিনি যে সবসময় বাড়ির কথা ভেবেছেন তাও জানালেন পূর্ণম (Purnam Kumar Shaw)। তিনি জানান, “বাড়ির কথা, পরিবারের কথা খুব মনে পড়েছিল। এখন আবার নিজের দেশে ফিরতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে।” এদিকে, পূর্ণমকে স্টেশন থেকে নিতে আসেন রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। শুধু তাই নয়, তিনি পূর্ণমের বাড়ি ফেরাকে আরও স্মরণীয় করে তোলার লক্ষ্যে আনন্দ মিছিলেরও আয়োজন করেন।
এই প্রসঙ্গে বিজয় সাগর মিশ্র জানান, “আমাদের ঘরের ছেলে পূর্ণম (Purnam Kumar Shaw)। রিষড়ার ছেলে পূর্ণম আজ নিজের বাড়িতে যাচ্ছে। আমাদের খুবই ভাল লাগছে।” অন্যদিকে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় পরিবারের সদস্যদেরও তুমুল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। গোটা বাড়ি আলো দিয়ে সাজানোর পাশাপাশি রান্না করা হয়েছে পূর্ণমের প্রিয় লুচি-তরকারি এবং দই-মিষ্টি। আত্মীয়-পরিজনের সমাগমে রীতিমতো উৎসবের আমেজ বজায় রয়েছে পূর্ণমের বাড়িতে।
আরও পড়ুন: প্রতি ৩ দিনে ১ জনকে হত্যা করছে “বালোচ যোদ্ধা”-রা, ভয়ঙ্কর অবস্থা পাকিস্তানে
এদিকে, ঘরে ফিরে পূর্ণম (Purnam Kumar Shaw) দৃপ্তকণ্ঠে জানিয়েছেন, “আমি ফের কাজে যাব। এর আগেও কখনও ভয় পাইনি, এখনও পাচ্ছি না, আর পরেও পাব না।” পাশাপাশি, তিনি আরও বলেন “সেনাদের কখনও ভয় লাগে না। সেনারা কখনও কাঁদেও না।”
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের আগে জোড়া ধাক্কার সম্মুখীন টিম ইন্ডিয়া! মাথায় হাত অনুরাগীদের
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাহেলগাঁও হামলার ঠিক পরের দিন অর্থাৎ গত ২৩ ফেব্রুয়ারি ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সদের হাতে আটকে পড়েন পূর্ণম (Purnam Kumar Shaw)। দীর্ঘ ২২ দিন তাঁকে আটকে রাখে পাকিস্তান। অবশেষে একাধিক আলোচনার পর গত ১৪ মে সীমান্ত দিয়ে পূর্ণম দেশে ফেরেন। এমতাবস্থায়, আজ অর্থাৎ শুক্রবার (২৩ মে) নিজের বাড়িতে ফিরলেন তিনি।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: