বাংলাহান্ট ডেস্ক: পৃথিবীর সবকিছুই শক্তির সঙ্গে জড়িত এবং আমাদের চারপাশের শক্তি আমাদের জীবনকেও প্রভাবিত করে। বাস্তুশাস্ত্রে এমন অনেক ব্যবস্থা বলা হয়েছে, যা ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় রাখে। বাস্তুতে প্রতিটি গাছের নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে। কিছু গাছপালা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে, আবার এমন কিছু গাছ আছে, যা লাগানোর ফলে বাড়িতে কখনও টাকার অভাব হয় না। বেশির ভাগ মানুষই শুধু টাকার জন্য মানি প্ল্যান্ট লাগানোর কথা জানেন।
অনেক রিসার্চের পরে মানিপ্লান্ট যেন পেল বিজ্ঞানীরা। গাছের নাম ক্রাসুলা ওভাতা। অনেক স্থানে এই গাছটি জেড ট্রি, কারেন্ট বিল, ফ্রেন্ডশিপ ট্রি, লাকি ট্রি নামেও খ্যাত। এবার বিষয়টি নিয়ে একটু খুলে বলা যাক। যে ভাবে আমাদের বাস্তু শাস্ত্র হয়, সেভাবেই চিনে ফেংশুই হয়। এবং এর মতে, এমন একটি গাঠ আছে যেটাকে বাড়িতে রাখলে সে নিজে নিজেই টাকাকে নিজের দিকে টেনে নেয়। এই গাছকেই ক্রাসুলা বলে। এর পাতা খুবই চওড়া হয়। কিন্তু হাত লাগালে এর মোলায়েম ভাব অনুভব করা যায়। এই গাছের পাতা না সম্পূর্ণ সবুজ হয় না সম্পূর্ণ হলুদ। দুটি রঙের মিশ্রণে এই পাতার রঙ হয়। এই গাছের পাতা অন্য গাছের পাতার মত নরম হয় না।
বেঁচে থাকতে অল্প সূর্যলোকে প্রয়োজন এই গাছের। বসন্তকালে সাদা অথবা গোলাপি রঙের ফুল ফুটতে দেখা যায় এ ধরনের গাছে। ছায়ার মধ্যে হলেও এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়।২-৩ দিন ছাড়াই যদি এতে জল দেন তাহলেও এটি শুকনো হবে না। ক্রাসুলা ছায়াতেও হয়। এই গাছটি অনেকটা জায়গা জুড়ে হয় না। ছোটো একটি টবে বা গামলাতেও এটি বসাতে পারেন।
বাস্তুমতে কোনদিকে গাছটি রাখছেন সেটিও বেশ গুরুত্বপূর্ণ। প্রবেশপথের ডানদিকে স্থাপন করা উচিত এ ধরনের গাছ। বাস্তু অনুসারে নাকি এই গাছ ঘরের ইতিবাচক শক্তি বাড়ায়। যদি আপনার ঘরে একাধিক আর্থিক অনটন ঘটে থাকে তবে এই গাছ আপনার পরিবারে এনে দিতে পারে সুখের আচ্ছাদন।