বাংলাহান্ট ডেস্ক: বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ। বছরের শুরু হয় নববর্ষ দিয়ে, আর শেষ হয় সংক্রান্তি দিয়ে। যার ফলে বাঙ্গালীদের উৎসবের আমেজ শেষ হয় না। পরবের তালিকায় চোখ রাখলেই দেখা যাবে টুসু, ভাদু, করম, বাহা ইত্যাদি ইত্যাদি। কিন্তু গরুর পুজো উৎসবের কথা শুনেছেন কি? শুনে অবাক হচ্ছেন নিশ্চয়! কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ পুরুলিয়াতেই ( Purulia ) চলছে “গরুখুঁটা” উৎসব। এই উৎসব পশ্চিমবঙ্গের বিশেষ সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি এই গরুখুঁটা উৎসব? এর মাহাত্ম্য কি?
কোথায় পালিত হয় গরুখুঁটা উৎসব?
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম জেলা হচ্ছে পুরুলিয়া। আর এই পুরুলিয়াই ( Purulia ) হচ্ছে লোকসংস্কৃতিতে পরিপূর্ণ একটি জেলা। আর এই পুরুলিয়ায় ( Purulia ) অন্যতম পরব হচ্ছে বাঁদনা। মূলত পুরুলিয়ার ( Purulia ) জঙ্গলমহল এলাকায় এই পরব পালন করা হয়। কালীপুজোর পর পরই এই উৎসবের শুরু। আর এই উৎসবে মেতে ওঠেন জঙ্গলমহলবাসীরা। আর এই পরবের অন্যতম অংশ হচ্ছে গরুখুঁটা উৎসব। তবে পুরুলিয়ার ( Purulia ) প্রত্যেক বাসিন্দারাই এই উৎসব পালন করে থাকেন।
আরো পড়ুন : মনের আনন্দে খাচ্ছেন সোন পাপড়ি? বানানোর পদ্ধতি দেখলে গুলিয়ে উঠবে গা, ভাইরাল ভিডিও
গরুখুঁটা উৎসব কিভাবে পালন করা হয়?
জানা গিয়েছে, এই উৎসবে গরুকে খুঁটোয় বেঁধে ঢোল ধামসা বাজানো হয়। বিশেষ করে এই দিন গরুর মাথায় ধানের মুকুট পরানো হয়। পাশাপাশি গরুর গোটা শরীরে রঙিন ছাপ দেওয়া হয়। জানা গিয়েছে, এই উৎসব পালন করা হয় মূলত ধানের ভালো ফলন ও পরের বছর নতুন চাষে গরু কতটা শক্তিশালী রয়েছে তা দেখার জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানকার গ্রামবাসীদের কাছে গরুর মাহাত্ম্য বিশেষ রয়েছে।
আরো পড়ুন : চড়া সাজগোজে সতর্ক ভাবে ঢেকে রাখেন বয়স, মেকআপ ছাড়া কেমন দেখতে রেখাকে?
জানা যায়, পুরুলিয়া ( Purulia ) জেলার পাশাপাশি ঝালদা থানার খাট ঝুড়ি গ্রামের বাসিন্দারাও এই উৎসবে পালন করে থাকেন। এই বিষয় পুরুলিয়ার ( Purulia ) গ্রামবাসীরা জানান, পূর্ব পুরুষদের আমল থেকেই নাকি এই উৎসব পালন করা হয়ে আসছে। এটি তাদের অন্যতম পরব। গরুখুঁটায় মূলত গরু পুজো করা হয়ে থাকে। কৃষি কাজের ক্ষেত্রে গরুর সমস্ত দিক থেকেই প্রয়োজন। তাই গরুর পুজো করে থাকেন তারা। এটা কৃষিজীবী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো।
হিন্দুদের কাছে গরু হচ্ছে মায়ের স্বরূপ। আর বাংলায় সেই গরুকেই পূজো করা হয়। যদিও আরও বিভিন্ন জায়গায় গরুদের পুজো করার রীতি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই একটি উৎসব। জানা গিয়েছে জঙ্গলমহলবাসীরা সারা বছর এই উৎসবের অপেক্ষায় দিন গোনেন। বিশেষ করে কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই উৎসবকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। প্রতিবছরের মত এ বছরও এই অনুষ্ঠান থেকে বাদ যায়নি পুরুলিয়ার ( Purulia ) বাসিন্দারা।