এক ট্রেনেই সোজা দক্ষিণ ভারত! নববর্ষের সেরা উপহার পুরুলিয়াকে, বড় ঘোষণা রেলের

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। দূরের কোনো সফর হোক কিংবা কাছের কোনো গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই রেলপথের (Indian Railways) ওপর ভরসা রাখেন অধিকাংশজন। আর সেই কারণেই রেলপথকে দেশের লাইফলাইন বলা হয়। এদিকে, বর্তমান সময়ে রেল পরিষেবাকে আরও উন্নত করে তুলতে এবং সবার কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শুধু তাই নয়, নতুন রেলপথ স্থাপন ছাড়াও সম্প্রসারণ করা হচ্ছে ট্রেনের রুট। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নববর্ষের ঠিক আগেই পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেসের রুট সম্প্রসারিত হয়ে হল পুরুলিয়া-তিরুনেলভেলী এক্সপ্রেস।

Purulia got New Year's gift from Railways.

আরও একটি বিষয় সামনে এসেছে। মূলত, নববর্ষের দিন বালুরঘাট পেয়েছে ফারাক্কা এক্সপ্রেস। যার ফলে বালুরঘাট থেকে এবার ভিন রাজ্যে যাওয়ার ট্রেন মিলল। যেটি দিল্লি হয়ে পাঞ্জাবের ভাতিণ্ডা পর্যন্ত সংযোগ স্থাপন করবে। অন্যদিকে, পুরুলিয়া থেকে আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ সম্পন্ন হবে দক্ষিণ ভারতের তিরুচিরাপল্লী থেকে শুরু করে মাদুরাই তিরুনেলভেলীর মতো গুরুত্বপূর্ণ শহরগুলির। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। এদিকে, এর মাধ্যমে একটা ট্রেনকে ইস্টার্ন রেলের মালদা ডিভিশনের থেকে নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশন। পাশাপাশি অন্য ট্রেনটিকে, ভিল্লুপুরম ডিভিশনের থেকে নিয়ে নিলো মাদুরাই ডিভিশন। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে পুরুলিয়া-তিরুনেলভেলী এক্সপ্রেসকে নাগেরকোয়েল বা কন্যাকুমারী পর্যন্ত এবং ফারাক্কা এক্সপ্রেসকে ফিরোজপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত সম্প্রসারিত করা হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকে।

আরও পড়ুন: কেন KKR-এর প্রথম একাদশে জায়গা হল না রিঙ্কু সিংয়ের? ফাঁস হল আসল কারণ

পুরুলিয়া তিরুনেলভেলী এক্সপ্রেস: জানিয়ে রাখি যে, ২২৬০৫ পুরুলিয়া-তিরুনেলভেলী এক্সপ্রেস পুরুলিয়া থেকে প্রতি সোম এবং শুক্রবার সকাল ১০ টায় ছাড়বে। পাশাপাশি, সেটি প্রতি বুধবার এবং রবিবার তিরুনেলভেলী পৌছবে ভোর ৪ টে ১০ মিনিটে। এদিকে, ২২৬০৬ তিরুনেলভেলী-পুরুলিয়া এক্সপ্রেস প্রতি বুধবার এবং শনিবার তিরুনেলভেলী থেকে ছাড়বে রাত ৩ টায়। যেটি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পুরুলিয়ায় পৌঁছবে রাত ১০ টা ৪৫ মিনিটে।

আরও পড়ুন: অবিশ্বাস্য! বৃষ্টির কামালে তপ্ত মরুভূমি হয়ে উঠল সবুজ, ঈদের মাসেই অলৌকিক ঘটনা আরবে

স্টপেজ: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ট্রেন ভিল্লুপুরম থেকে তিরুনেলভেলী পর্যন্ত সম্প্রসারিত হওয়ার পর তার মধ্যবর্তী স্টেশনগুলির ক্ষেত্রে বৃন্দাচলম, তিরুচিরাপল্লী, দিন্দিগুল, মাদুরাই, বিরুদুনগর এবং কোভিলপাত্তিতে স্টপেজ দেবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর