কেন KKR-এর প্রথম একাদশে জায়গা হল না রিঙ্কু সিংয়ের? ফাঁস হল আসল কারণ

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর ২৮ তম ম্যাচে LSG (Lucknow Super Giants)-র মুখোমুখি হয়েছিল KKR (Kolkata Knight Riders)। এই ম্যাচটি রবিবার ইডেন গার্ডেন্সে সম্পন্ন হয়। এদিকে, ঘরের মাঠে টসে জিতে প্রথমে বলের সিদ্ধান্ত নেয় কলকাতা। তবে, কলকাতার নেওয়া এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে লেগে যায়। এদিকে, এই ম্যাচে KKR-এর টিমে একটি বড় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। আসলে এই ম্যাচে প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি রিঙ্কু সিংকে (Rinku Singh)। মূলত, পিচের কথা মাথায় রেখেই দলের পেস বিভাগকে শক্তিশালী করার জন্য হর্ষিত রানাকে দলে নেওয়া হয়।

অর্থাৎ, রিঙ্কু সিংয়ের পরিবর্তে প্রথম একাদশের স্থান করে নেন হর্ষিত। তবে, রিঙ্কু কিন্তু এই ম্যাচের সাথে অন্যভাবে যুক্ত ছিলেন। জানিয়ে রাখি যে, ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। এদিকে, টসের সময় KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “আমরা প্রথমে বোলিং করব। কলকাতায় ফিরে ম্যাচ খেলার জন্য এটা দুর্দান্ত অনুভূতি। রিঙ্কু আজ আউট হলেও হর্ষিত ঢুকছে।”

Why is Rinku Singh not included in KKR's Playing XI.

প্রসঙ্গত উল্লেখ্য যে, চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করার নীতিশ রানাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেলেও তিনি আজ প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন না। এদিকে, আমরা যদি সামগ্রিকভাবে ম্যাচের দিকে তাকাই সেক্ষেত্রে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ টি উইকেটের বিনিময়ে ১৬১ রান করে LSG। লখনউয়ের হয়ে সর্বোচ্চ রান করেন নিকোলাস পুরান (৪৫)। পাশাপাশি KL রাহুল করেন ৩৯ রান।

আরও পড়ুন: অবিশ্বাস্য! বৃষ্টির কামালে তপ্ত মরুভূমি হয়ে উঠল সবুজ, ঈদের মাসেই অলৌকিক ঘটনা আরবে

এদিকে, KKR-এর হয়ে ৩ টি উইকেট পকেটে পুরেছেন মিচেল স্টার্ক। এর পাশাপাশি বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল ১ টি করে উইকেট তুলে নেন। এদিকে নির্ধারিত রান তাড়া করতে নেমে দাপটের সাথে ব্যাট করতে থাকে KKR। আজকের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন ফিল সল্ট।

আরও পড়ুন: আজব কান্ড! ট্রেনের নাম বদলে হয়ে গেল “মার্ডার এক্সপ্রেস”, রেলের কীর্তিতে ফুঁসছে সবাই

তিনি ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যেখানে তিনি ১৪ টি ৪ এবং ৩ টি ৬ মেরেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৯.৩৬। তবে, নারিন আজকের ম্যাচে মাত্র ৬ রান করেছেন। পাশাপাশি, রঘুবংশী করেছেন ৭ রান। এদিকে, KKR অধিনায়ক আইয়ার করেছেন ৩৮ রান। আর এভাবেই ২৬ টি বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় KKR।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর