হাজার, ১২০০ নয়! মাত্র ২৫০ টাকাতেই থাকতে পারবেন পুরুলিয়ায়, কীভাবে? জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে এসেছে বর্ষা। বর্ষার বৃষ্টিতে রুক্ষ হয়ে যাওয়া প্রকৃতি যেন ফের প্রাণ ফিরে পাচ্ছে। বর্ষার বৃষ্টি মানেই চারিদিকে সবুজের সমাহার। তাই বৃষ্টির মৌসুমে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে একবার ঘুরে আসবেন নাকি? তবে পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেলেই পর্যটকদের অভিযোগ থাকে প্রাইভেট হোটেলের রুমগুলোর দাম নিয়ে।

সে ক্ষেত্রে সহায় হতে পারে যুব আবাসের (Youth Hostel) রুমগুলি।পুরুলিয়া গেলে আর হোটেল ভাড়া নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনার সাধকে এবার সাধ্যের মধ্যে এনে দেওয়ার ব্যবস্থা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়ার গড়ে উঠেছে ইউথ হোস্টেল।

আরোও পড়ুন : কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! বিমান থেকে নামানো হল যাত্রীদের, তুমুল চাঞ্চল্য

তাহলে আর চিন্তাভাবনা না করে নামে মাত্র খরচেই ঘুরে আসুন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে। তবে যুব আবাসের ঘর ভাড়া নেওয়ার জন্য কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। প্রতি রাতের ভিত্তিতে হবে বুকিং। এখানে শুধুমাত্র থাকতেই পারবেন। কোন রকম খাবারের সার্ভিস বা রান্না করার ব্যবস্থা নেই। এই আবাসে সর্বোচ্চ তিন দিনের জন্য বুক করতে পারবেন আপনি।

আরোও পড়ুন : মমতার সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির! কী হতে চলেছে? তুঙ্গে জল্পনা

হোস্টেল থেকে চেক ইন এর সময় সকাল সাড়ে ১০টা। চেক আউটের সময় সকালে সাড়ে ৯টা। হোস্টেলের ভিতরে কোন রকম ভাবেই মদ্যপান, ধূমপান করা যাবে না। হোস্টেলের বারান্দা থেকে ভিডিও করা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। প্রাইভেট হোটেলগুলি থেকে সরকারি যুব আবাসে থাকার খরচ অনেক কম। এমনকি বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থাও থাকছে।

রুম, এসি রুম, নন-এসি রুম, সিঙ্গেল রুম , ডবল বেডরুম, এসি ট্রিপল বেডরুম-সহ নানা রুম বুক-যে ধরনের ঘর আপনার প্রয়োজন হোক আপনি ইচ্ছে মতো বুক করতে পারেন। তবে প্রত্যেকটি রুমের ভাড়া আলাদা আলাদা। নন এসি ডবল বেডরুমের জন্য ভাড়া লাগবে ৭০০ টাকা। এই ঘরে চারজন থাকতে পারবেন। ইউজার চার্জ হিসেবে ৫০ টাকা দিতে হবে।

FB IMG 1719568375053

 

সবমিলিয়ে ৭৫০ টাকায় মিটে যাবে কাজ। এসি রুম নিতে হলে ৯৫০ টাকা খরচ করতে হবে। আটশয্যা বিশিষ্ট ঘর ভাড়া নিতে চাইলে ১ হাজার ৪০০ টাকা প্রয়োজন। ভিআইপি রুম নিতে গেলে ১৫৫০ টাকা। সবচেয়ে কম ডরমেটরি রুমের ভাড়া ২২৫ টাকা।  তাহলে আর দেরি কেন, বর্ষার এই মরশুমে একবার অন্তত ঘুরে আসুন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর