বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে ২০২২ এর স্মৃতি ফেরালেন আল্লু অর্জুন। প্রত্যাশা মতোই তাঁর ‘পুষ্পা ২’ (Pushpa 2) বড়সড় ঝড় তুলে দিয়েছে বক্স অফিসে। মুক্তির দিন থেকেই পরপর রেকর্ড ভাঙছে এই ছবি। করোনার পর থেকে যে সমস্ত ছবিগুলি ভারতীয় এবং গ্লোবাল বক্স অফিসে বড় মাইলফলক খাড়া করেছে, সেই সমস্ত ছবিকেই পেছনে ফেলে দ্রুত শিখরে উঠছে আল্লু রশ্মিকার ছবির সিক্যুয়েল। দু বছর পর পুষ্পা জ্বর নতুন করে আক্রান্ত করছে দর্শকদের।
পরপর রেকর্ড গড়ছে পুষ্পা ২ (Pushpa 2)
দেশের প্রায় সর্বত্র, এমনকি বাইরের একাধিক দেশেও দাপট অব্যাহত রয়েছে পুষ্পা ২ (Pushpa 2) এর। মুক্তির পর থেকে মাত্র ১১ দিনেই গ্লোবাল বক্স অফিসে ১৩০০ কোটি ছুঁয়ে ফেলেছে ছবিটি। উল্লেখ্য, করোনার পর থেকে যে ছবিগুলি মুক্তি পেয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে পুষ্পা ২ (Pushpa 2)। এতদিন পর্যন্ত এই জায়গাটি ছিল ‘আরআরআর’ এর দখলে। ১৩০০ কোটি তুলে দৌড় শেষ করেছিল রাজামৌলির ছবি। কিন্তু সুকুমারের ছবিটি ১৩০০ কোটি পার করেও এখনো থামার নাম করছে না।
গ্লোবাল বক্স অফিসে বড় ধামাকা: তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আরআরআর এবং কেজিএফ চ্যাপ্টার ২। কেজিএফ সিক্যুয়েলের ঝুলিতে উঠেছে ১২০০ কোটি টাকারও বেশি। অন্যদিকে গ্লোবাল বক্স অফিসে সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে পুষ্পা ২ (Pushpa 2)। প্রথম দুই স্থানে রয়েছে ‘দঙ্গল’ এবং তারপর ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।
এই রাজ্যে ফ্লপ পুষ্পা ২: তবে সর্বত্র ধামাকা করতে পারলেও ভারতের একটি রাজ্যে দাঁত ফোটাতে পারেনি পুষ্পা ২ (Pushpa 2)। দক্ষিণের প্রায় সব রাজ্যেই চলছে পুষ্পা দাপট, শুধু কেরল বাদে। সেই রাজ্যে অবশ্য মুক্তির দিন ৪.৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল পুষ্পা ২ (Pushpa 2)। কিন্তু শুরুটা ভালো হলেও তারপর থেকে ব্যবসার অঙ্কে পতন লক্ষ্য করা গিয়েছে।
আরো পড়ুন : তিন তিনটি পদ্ম পুরস্কার প্রাপক, পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি, আজ দুবেলার খাবার জোটে না এই শিল্পীর!
দ্বিতীয় দিনে ১.৮৫ কোটি টাকার ব্যবসা করেছিল পুষ্পা ২। তৃতীয় এবং চতুর্থ দিনেও ১.৮৫ কোটি এবং ১.৯০ কোটি টাকা তুলতে পেরেছে ছবিটি। প্রথম সপ্তাহে কেরলে ১২ কোটি তুলতে পেরেছে ছবিটি। তবে হিট হওয়ার জন্য অন্তত ৬০ কোটি টাকার ব্যবসা করতে হবে ছবিটিকে। কেরলে কোনো চমক দেখাতে পারে কিনা পুষ্পা সেটাই দেখার।