ওমিক্রনও কাবু করতে পারেনি, হলিউড-বলিউডকে টেক্কা দিয়ে ৩০০ কোটি টাকার ব‍্যবসা আল্লু-রশ্মিকার ‘পুষ্পা’র

   

বাংলাহান্ট ডেস্ক: দেশের বিনোদন ইন্ডাস্ট্রির দুদিকে এখন দু রকম ছবি। ক্রিসমাসের পর করোনার বাড়বাড়ন্তের জেরে একাধারে পিছিয়ে চলেছে নতুন ছবিগুলির মুক্তি। প্রেক্ষাগৃহ খোলা বন্ধের অনিশ্চয়তা মাথায় নিয়ে কেউই এই পরিস্থিতিতে ছবি মুক্তিতে আগ্রহী নয়। অপরদিকে ক্রিসমাসের বহু আগে মুক্তি পেয়েও একাই বক্স অফিস কাঁপিয়ে চলেছে আল্লু অর্জুনের (allu arjun) ‘পুষ্পা’ (pushpa)।

গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার তেলুগু ছবি ‘পুষ্পা’। তবে শুধু তেলুগু না, সব ভাষাতেই জমিয়ে ব‍্যবসা করছে এঈ ছবি। ইতিমধ‍্যে গোটা বিশ্বে ৩০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গিয়েছে পুষ্পা। মুক্তির পর তৃতীয় সপ্তাহেও একই রকম ব‍্যবসা করছে এই ছবি।

Pushpa The Rise 1200by667
উল্লেখ‍্য, করোনার জেরে অন‍্য নতুন ছবিগুলির মুক্তি রুখে দেওয়ায় লাভই হয়েছে পুষ্পার। মুক্তির পর হলিউড ছবি ‘স্পাইডার ম‍্যান: নো ওয়ে হোম’ কড়া প্রতিপক্ষ হয়ে উঠেছিল পুষ্পার। কিন্তু রণবীর সিংয়ের ‘৮৩’ কে ফুৎকারে উড়িয়ে দিয়েছে এই ছবি। উল্লেখযোগ‍্য বিষয়, হিন্দি সংষ্করণে আশাতীত সাফল‍্য পেয়েছে পুষ্পা। হিন্দিতে মোট ৬২.৯৪ কোটি টাকার ব‍্যবসা করেছে ছবিটি। ছবি সমালোচকদের মতে, এমন চলতে থাকলে শীঘ্রই সংখ‍্যাটা বেড়ে ৭৫ কোটি হয়ে যাবে।

আল্লুর এই প্রথম কোনো ছবি হিন্দিতে ডাবিং হওয়ার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম বলেই ছক্কা মেরেছেন তিনি। এতদিন পর্যন্ত তাঁর ছবিগুলির হিন্দি সংষ্করণ দেখা যেত শুধুমাত্র টিভিতে। ব‍্যাপক টিআরপি উঠত সেখান থেকে। তারপরেই এই পরিকল্পনা মাথায় আসে অভিনেতার।

এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডে অভিনয়ের জন‍্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। শুধু অপেক্ষা ভাল চিত্রনাট‍্যের। মুম্বইয়ের পরিচালকদের আমন্ত্রণ জানিয়েছেন আল্লু অর্জুন। তিনি ও সামান্থা ছাড়াও ছবিতে রয়েছেন ফাহাদ ফাসিল, ধনঞ্জয়, সুনীল সহ আরো তাবড় অভিনেতা অভিনেত্রীরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর