ওমিক্রন আতঙ্কের জের, পিছিয়ে গেল অক্ষয়-মনুষীর ‘পৃথ্বীরাজ’ এর মুক্তি

বাংলাহান্ট ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে দেশে। পাশাপাশি ওমিক্রন (omicron) আতঙ্কও থাবা বসাচ্ছে দেশবাসীর মনে। ইতিমধ‍্যেই বলিউডে একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দিল্লিতে আগেই বন্ধ হয়ে গিয়েছে প্রেক্ষাগৃহ। একই দিকে হাঁটতে চলেছে মুম্বইও। এমতাবস্থায় বহু ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে নির্মাতাদের মধ‍্যে। পিছিয়ে গিয়েছে অক্ষয় কুমারের (akshay kumar) আগামী ছবি ‘পৃথ্বীরাজ’এর মুক্তিও।

আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় ও মনুষী ছিল্লর (manushi chillar) অভিনীত ‘পৃথ্বীরাজ’এর। কিন্তু বাড়তে থাকা ওমিক্রন ত্রাসের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। ছবির ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ছবি যে হিট হবেই তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই এমন পরিস্থিতিতে কোনো ঝুঁকি নিতে রাজি নন নির্মাতারা।

63779 prithviraj
সূত্রের দাবি, বড় সংখ‍্যক দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনবে অক্ষয়ের এই ছবি। কিন্তু এখন পরিস্থিতি অনুকূলে নেই। ব‍্যবসাও ডুবতে পারে এখন ছবি রিলিজ করলে। সবদিক ভেবেচিন্তেই তাই পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। প্রযোজক যশরাজ ফিল্মস তবুও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল, যদি দেশে তথা গোটা বিশ্বের পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু শেষে ছবি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মনুষী ছিল্লর। মাস কয়েক আগেই এই ছবিকে জড়িয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল অক্ষয়কে। টিজার ভিডিও দেখেই ক্ষোভে ফেটে পড়েছিলেন নেটিজেনদের একাংশ‌। ৫৪ বছর বয়সী অক্ষয় কিনা কিনা ২৪ এর মানুষীর সঙ্গে রোম‍্যান্স করছেন! এমনটা হতে দিল কেন পরিচালক প্রযোজকরা?

akshay kumar and manushi chhillar resume prithviraj shooting
ছবির নির্মাতাদের বিরুদ্ধে উড়ে এসেছে একের পর এক সমালোচনার তীর। নায়ক নায়িকার মধ‍্যে বয়সের ৩০ বছরের! এসব বিষয়কে বলিউড এখনো সমর্থন করছে কীভাবে সেই প্রশ্নই তুলেছে নেটনাগরিকরা। অনেকে অক্ষয়ের কানাডার পাসপোর্ট নিয়েও কটাক্ষ করেছেন।

একজন আবার লিখেছেন, ‘পৃথ্বীরাজ চৌহান ৪৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। আর যে অভিনেতা তাঁর চরিত্রে অভিনয় করছেন তাঁর বয়স ৫৪ বছর। দুর্ভাগ‍্যবশত বলিউডে ৫০ বছরের নীচে কোনো অভিনেতা নেই। আবার, সংযুক্তা যিনি হয়েছেন মিস চিল্লার, তাঁর বয়স ২৪। আরেকটা দুর্ভাগ‍্য, ৫০ এর কোনো নায়িকা নেই। তাই বাচ্চাটাকেই পাঠানো হল।’ কিন্তু সমস্ত ট্রোল, সমালোচনার বাধা কাটিয়েই মুক্তির দিকে এগিয়েছে পৃথ্বীরাজ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর