বাংলা হান্ট ডেস্ক: গত বছরের ডিসেম্বরেই দেশজুড়ে মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুপ্রতিক্ষিত সিনেমা “পুষ্পা: দ্য রাইজ”। আর তারপর থেকেই আসমুদ্র হিমাচলকে রীতিমত মাতিয়ে দিয়েছে এই সিনেমা। গানের সুর হোক কিংবা নাচের তাল সবকিছুই সুপারহিট দর্শকমহলে। পাশাপাশি, বাদ যায়নি ডায়লগও। তবে, পুষ্পার এই ঝড় রাজ্যের মাধ্যমিক পরীক্ষাতেও যে প্রভাব ফেলবে তা কেউ স্বপ্নেও ভাবেন নি।
কিন্তু, এরকমই এক ঘটনা ঘটেছে। যেখানে মাধ্যমিকের খাতাতে উত্তরের বদলে লেখা রয়েছে সিনেমার ডায়লগ! আর এটা দেখেই চোখ কপালে উঠেছে সকলের। তবে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়ন করতে গিয়ে চমকের পর চমক পাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। কেউ কেউ সাদা খাতা জমা দিয়ে আসার পাশাপাশি আবার কোনো কোনো পরীক্ষার্থী শুধুমাত্র প্রশ্নটুকু খাতায় তুলেই জমা দিয়ে দিয়েছে তা। তবে, এবার যে ঘটনা সামনে এসেছে তা রীতিমত মাত্রা ছাড়িয়ে গেছে।
সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি উত্তরপত্রে দেখা গিয়েছে যে, সাদা খাতায় কিছুই লিখে আসতে পারেনি এক পরীক্ষার্থী। পরিবর্তে, “পুষ্পা” সিনেমার জনপ্রিয় সব ডায়লগ লিখে দেয় সে। সাথে লেখা থাকে “আপুন লিখেগা নেহি!” যদিও, এর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। এদিকে, উত্তরপত্রে এই লেখা দেখে রীতিমত হাসির রেশ পড়েছে নেটদুনিয়ায়। পাশাপাশি, তা চিন্তার কারণও হয়ে উঠেছে বিশেষজ্ঞদের কাছে।
তাঁরা মনে করছেন যে, করোনার মত মহামারীর ফলে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। এমনকি, পরীক্ষাও সম্পন্ন হয় অনলাইনে। এমতাবস্থায়, পড়ুয়াদের মধ্যে পড়াশোনার মানসিকতা প্রভাবিত হয়েছে। যার ফলে তারা পড়াশোনার সংস্পর্শ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। আর তারই প্রতিফলন ঘটেছে উত্তরপত্রে।
এদিকে, প্রায় দু’বছর পর মহামারীর আতঙ্ক কাটিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চলতি বছরের মাধ্যমিক। আগে থেকেই, কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। পাশাপাশি, উত্তরপত্র মূল্যায়নের সময়েও বাড়তি নজর দিতে বলা হয়েছে শিক্ষকদের। ইতিমধ্যেই ২৮ এপ্রিলের মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতেই উত্তরপত্র থেকে একের পর এক চমক খুঁজে পাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।