বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে নতুন সূর্যোদয় হয়েছে ‘পুষ্পা’র (Pushpa) সঙ্গে। জয়যাত্রার সূচনা করেছেন আল্লু অর্জুন (Allu )। কম বাজেটের ছবি দিয়েও কীভাবে গোটা দেশের দর্শক টানতে হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পরিচালক শ্রীকুমার। ‘বাহুবলী’র বেশ কয়েক বছর পর আবার সুদিন শুরু হয়েছে দক্ষিণের।
গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। রক্তচন্দন চোরাকারবারির গল্প দর্শক টেনেছিল হু হু করে। পুষ্পার সংলাপ থেকে শুরু করে গান, ট্রেন্ডিং নাচের স্টেপ সবই এখনো সমান ভাবে ভাইরাল হয়। তবে ছবির একটি মাত্র বিষয়ই প্রচণ্ড ক্ষুব্ধ করেছিল দর্শকদের। একটি দৃশ্যে আল্লু অর্জুনের অশ্লীল আচরণের জন্য দর্শকদের ক্ষোভের মুখে পড়ে দৃশ্যটি বাদ দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতারা।
পুষ্পা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। পুষ্পারাজের চরিত্রে দেখা গিয়েছিল আল্লুকে এবং রশ্মিকার চরিত্রের নাম ছিল শ্রীভল্লি। ‘ভ্যান সিন’ নামে ওই বিতর্কিত দৃশ্যে শ্রীভল্লি ভাললাগার কথা জানায় পুষ্পাকে। তারপর পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনকে দেখা গিয়েছিল শ্রীভল্লি অর্থাৎ রশ্মিকার বুকে হাত দিতে।
আল্লু্র ভক্ত এবং দর্শকদের একাংশও রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন দৃশ্যটি নিয়ে। আল্লু অর্জুনের আদর্শের কথা মাথায় রেখে দৃশ্যটি বাদ দেওয়ার দাবি করেছেন উঠেছিল। তুমুল ক্ষোভের মুখে পড়ে শেষমেষ দৃশ্যটি বাদও দিয়েছিলেন নির্মাতারা।
প্রসঙ্গত, শোনা গিয়েছে ‘পুষ্পা’র দ্বিতীয় অংশও নাকি খুব শীঘ্রই আসতে চলেছে। সিক্যুয়েল ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শুটিংও শুরু হয়ে যাবে আগামী এক দু মাসের মধ্যেই। শুধু তাই নয়, পুষ্পার দ্বিতীয় অংশের জন্য নাকি বিরাট এক অঙ্কের বাজেটও ধার্য হয়েছে।
মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল যে, দ্বিতীয় অংশের জন্য নাকি কয়েকজন বলিউড তারকাকে সুযোগ দেওয়া হতে পারে। তবে পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের খবর, নির্মাতাদের এমন কোনো পরিকল্পনাই নেই। পুষ্পার প্রথম ছবি দক্ষিণী তারকাদের নিয়েই সুপারহিট হয়েছে। এমনকি হিন্দি সংষ্করণও ম্যাজিক দেখিয়েছে বক্স অফিসে। তাই দ্বিতীয় অংশেও নিজেদের ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের উপরেই ভরসা করতে চান পরিচালক প্রযোজকরা।