ফের সিটি পড়বে সিনেমা হলে, প্রথম ছবির রেকর্ড ভাঙতে ফিরছে পুষ্পা! ভাইরাল প্রথম ঝলক

বাংলাহান্ট ডেস্ক : ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa:ষ The Rule) ছিল এমন একটি ছবি যা দক্ষিণ ভারতীয় ছবির প্রতি দর্শকদের উন্মাদনা জাগিয়ে তুলেছিল নতুন করে। কয়েকশো কোটির ব্যবসা করে দীর্ঘদিন বক্স অফিস কাঁপিয়েছিল পুষ্পা (Pushpa The Rule)। স্ক্রিনে শুধুমাত্র সিনেমায় আটকে থাকেনি পুষ্পারাজ। দুর্ধর্ষ ডায়লগ, দুর্দান্ত নাচ আর ট্রেন্ডিং গানে আবেগ হয়ে হয়েছিল আল্লু অর্জুন অভিনীত ছবিটি। দু বছর পর এল সেই ছবির সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ এর ট্রেলার। এবার আরো বড় আকারে।

ভাইরাল হল পুষ্পা ২ (Pushpa The Rule) এর ট্রেলার

প্রথম ছবির সাফল্যই আভাস দিয়েছিল, দ্বিতীয় পার্টে আরো বড় ধামাকা হতে চলেছে। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে মিলল তারই ঝলক। প্রথম পার্টেথ মতো সিক্যুয়েলেও ভরপুর থাকছে বিনোদনের মশলা। ডায়লগ বলুন বা অ্যাকশন, পুষ্পারাজ (Pushpa The Rule) যে এবারেও দর্শকদের হতাশ করবে না তা বোঝা গেল ট্রেলার দেখে।

Pushpa: the rule trailer is out

ট্রেলার দেখেই বাড়ল উত্তেজনা: প্রথম ছবিতে থুতনির নীচে আঙুল চালিয়ে পুষ্পা স্টাইলে ‘ঝুঁকেগা নেহি’ দারুণ ভাইরাল হয়েছিল। দ্বিতীয় পার্টের ট্রেলারে পুষ্পার (Pushpa The Rule) ঘোষণা, নিজের স্ত্রী শ্রীবল্লির কথা শুনে চলে সে। আর একজন পুরুষ তার স্ত্রীর কথা শুনে চললে কী হতে পারে তা সে সারা পৃথিবীকে দেখাবে। উল্লেখ্য, প্রথম পার্টে এসপি ভানওয়ার সিং শেখাওয়াত ওরফে ফাহাদ ফাসিলের ইন্ট্রো দিয়ে শেষ হয়েছিল ছবি। দ্বিতীয় পার্টে দেখা যাবে চোর পুলিশের খেলা। রক্তচন্দনের চোরাচালানের কারবার কীভাবে ধরে রাখে পুষ্পা, আদৌ তাতে সক্ষম হয় কিনা তা জানা যাবে এই পার্টে।

আরো পড়ুন : ভরসা ছিল স্বামীর উপর, পার্শ্ব চরিত্র থেকে ‘পরিণীতা’র নায়ক উদয়, উচ্ছ্বসিত লেডি লাক অনামিকা

কী বলছেন দর্শকরা: প্রথম ছবির মতোই পুষ্পা: দ্য রুল (Pushpa The Rule) এ মুখ্য চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন। সঙ্গে রয়েছেন রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিল। ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শকরা। আরো একবার হাউজফুল হতে চলেছে প্রেক্ষাগৃহ, তা বোঝাই যাচ্ছে দর্শকদের প্রতিক্রিয়ায়।

আরো পড়ুন : জন্মদিনে সাহেবের আরো কাছাকাছি সুস্মিতা, ফাঁস করলেন আদরের নাম! প্রেমে শিলমোহর অবশেষে?

উল্লেখ্য, প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে পুষ্পা: দ্য রুল। এবারে তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ছাড়াও বাংলা ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। আগামী ৫ ডিসেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে পুষ্পা: দ্য রুল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর