এই না হলে বন্ধুত্ব! বৈঠকের মাঝেই পুতিনের একটি কথায় হেসে উঠলেন মোদী, জানলে হয়ে যাবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: সদ্যই রাশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মূলত ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্যই রাশিয়ায় দু’দিনের সফরে গিয়েছেন তিনি। এমতাবস্থায়, নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ভোলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে অপরকে দেখা মাত্রই কোলাকুলি সেরে নেন দু’জনে। সম্মেলনের পাশেই দুই নেতার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে বলেও জানা যায়।

পুতিনের এই কথা শুনে হেসে উঠলেন মোদী (Narendra Modi):

এরই মধ্যে জানা যাচ্ছে দুই রাষ্ট্রনেতা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিয়েছেন। তবে, এই বৈঠকের মাঝে দেখা গেল এক আশ্চর্যজনক বিষয়। বৈঠকের মাঝেই হঠাৎ করেই হেসে উঠলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রুশ প্রেসিডেন্ট পুতিনের কথায় নিজের হাসি আটকে রাখতে পারলেন না তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন হল যে এভাবে খিলখিল করে হেসে উঠলেন মোদী?

বৈঠকের মাঝে হঠাৎ হেসে ওঠার কারণ: আসলে, বৈঠকের সময় পুতিনের বক্তব্য ট্রান্সলেট হয়ে পৌঁছচ্ছিল মোদির কাছে। আর এমন সময় ভ্লাদিমির পুতিনকে মন্তব্য করতে শোনা যায় যে, “আমাদের সম্পর্ক এতই মজবুত যে আমার মতে আপনি অনুবাদ ছাড়াই আমার কথা বুঝতে পারবেন।” আর এমন বক্তব্যের পরই নরেন্দ্র মোদী (Narendra Modi) হেসে ওঠেন। শুধু তাই নয়, উল্টো দিক থেকে পুতিনকেও হাসতে দেখা যায়। তবে এই বক্তব্যের পাল্টা জবাব দিয়ে মোদী বলেন, “তিন মাসের মধ্যেই আমার রাশিয়ায় আসা থেকে প্রতিফলিত হয় আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং গভীর বন্ধুত্বের।”

Putin and Narendra Modi meeting.

দু’জনের এহেন কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে, দুই দেশের সঙ্গে সম্পর্ক যথেষ্ট দৃঢ় এবং বন্ধুত্ব সুলভ, সেইসাথে বিশ্বাসযোগ্য। এছাড়াও, এদিন বৈঠকে পুতিন বলেন, “ব্রিকসে ভারত-রাশিয়া সহযোগিতাকে আমরা বাড়তি গুরুত্ব দিই। কেননা আমরা দুই দেশই প্রতিষ্ঠাতা সদস্য। আমরা আমাদের আইনসভাগুলির মধ্যে বর্ধিত সহযোগিতা প্রত্যক্ষ করছি। আমাদের বিদেশমন্ত্রীরা নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন পরস্পরের সঙ্গে এবং বাণিজ্যেও ইতিবাচক বৃদ্ধি দেখা যাচ্ছে।”

আরও পড়ুন: অর্থনীতি চাঙ্গা করতে আর নেই উপায়! চিনের কাছে গাধা বিক্রির প্রস্তুতি সম্পন্ন করল পাকিস্তান

এরপরই রাশিয়া-ইউক্রেনের প্রসঙ্গ উঠলে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বলতে শোনা যায়, “রাশিয়া-ইউক্রেনের সমস্যা নিয়ে আমরা দুইপক্ষের সঙ্গেই যোগাযোগ রেখেছি। আমরা বরাবর বলেছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ফেরাতে। শান্তি ও স্থায়িত্ব ফেরাতে ভারতের সব সময় সাহায্য করতে রাজি।”

আরও পড়ুন: “সীমান্তে অগ্রাধিকার হওয়া উচিত শান্তি”, ৫ বছর পর জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করলেন মোদী

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ব্রিকস সম্মেলনের কারণে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) চলতি বছরে দ্বিতীয়বার রাশিয়ায় পৌঁছলেন। এর আগে গত জুলাই মাসে তিনি রাশিয়ায় যান। সেইবার ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সামিটের কারণেই যোগ দিতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। এবার ফের সাড়ে তিন মাসের মাথায় আরও একবার রাশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে কাজান শহরের কোরস্তোনের একটি হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর থাকার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। আগামী দু’দিন হয়তো এখানেই তিনি থাকবেন তিনি। এছাড়াও জানা গিয়েছে, রাশিয়ার কাজান শহরেই বসতে চলেছে ব্রিকস সম্মেলন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর