আইনের পরিবর্তন করে আবারও নিজেকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে পুতিন

বাংলাহান্ট ডেস্কঃ রাশিয়ার (Russia) সংবিধান অনুযায়ী, দুবারের বেশি কেউ রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারতেন না। কিন্তু পুতিনের (Vladimir Putin) ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেল। বর্তমানে রাশিয়ায় জোসেফ স্ট্যালিনের (Joseph Stalin) থেকে বেশিদিন ধরে দেশ শাসনের স্বপ্ন দেখছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

download 2 23

 

মঙ্গলবার রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষে রাষ্ট্রপতি মেয়াদ বৃদ্ধির জন্য এক প্রস্তাব পাশ হয়। যেখানে স্ট্যালিন অপেক্ষা পুতিনের বেশি দিন রাজত্বের প্রসঙ্গ সামনে আসে। ২০২৪ সালে ক্ষমতা ছাড়ার কথা রয়েছে পুতিনের। ধারণা করা হচ্ছে স্ট্যালিনের থেকে এবার বেশি দিন ধরে রাজত্ব করার স্বপ্ন দেখছেন পুতিন।

পুতিনের  ঘনিষ্ঠ সাংসদ ভ্যালেন্তিনা তেরেশকোভা (Valentina Tereshkova) মঙ্গলবার সংসদে উঠে রাষ্ট্রপতি পদের নির্দিষ্ট মেয়াদের বিষয়টি করার জন্য সওয়াল করে একটি প্রস্তাব পেশ করেন। তিনি বলেন,’শুধুমাত্র ভ্লাদিমির পুতিনকে আরও একবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য অনুমতি দেওয়া হোক।’ তার এই প্রস্তাবে কেউই অবাক হননি। ভ্যালেন্তিনার কথায় এক মত হয় সকলে। যার ফলেও খুব সজহেই নিম্নকক্ষে এই প্রস্তাব পেশ হয়ে যায়। প্রথমদিকে পুতিন এই পদ ত্যাগ করার কথা বললেও, পরবর্তীতে তাঁর মত বদলে যায়।

শোনা যাচ্ছে, এই প্রস্তাব দেশের সাংবিধানিক আদালতের কাছে পাঠানোর আগে সংসদে আরও দু রাউন্ড ভোটপর্ব চলবে। তারপর সেখান থেকে অনুমোদন পাওয়ার পরই আগামী ২২ এপ্রিল গণভোট করা হবে গণভোট। আর এই ভোটে প্রস্তাবটি পাশ হলেই, ফের রাশিয়া শাসনের দায়িত্ব পাবে পুতিন। যার ফলে স্ট্যালিনের থেকে বেশিদিন ধরে দেশ শাসনের দিকে এগোচ্ছে পুতিন।

Smita Hari

সম্পর্কিত খবর