করোনা ভ‍্যাকসিন আবিষ্কারের পর এবার নোবেল শান্তি পুরষ্কারের মনোনীতদের তালিকায় নাম পুতিনের

বাংলাহান্ট ডেস্ক: এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতের তালিকায় উঠে এল রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) নাম। আসন্ন ২০২১ সালে এই বিখ্যাত সম্মান প্রদানের মনোনীতদের তালিকায় জায়গা করে নিলেন ভারতের বন্ধু দেশের রাষ্ট্রপতি। কিছুদিন আগেই এই মনোনীতদের তালিকায় উঠেছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম।

মনোনীতদের তালিকায় স্থান পেলেন রাশিয়ান রাষ্ট্রপতি
বর্তমানে বিভিন্ন দেশে ট্রায়াল চললেও করোনা ভাইরাসের সর্বপ্রথম ভ‍্যাকসিন স্পুটনিক V, রাশিয়াই আবিষ্কার করতে সক্ষম হয়েছে। ভারতেও এই ভ‍্যাকসিন প্রস্তুতের বিষয়ে আলোচনা হয়েছে। তবে রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নাম এই নোবেল শান্তি পুরস্কারের মনোনীতদের তালিকায় স্থান পাওয়ার পেছনে রাশিয়ার এক বিশিষ্ট লেখকের বড় ভূমিকা রয়েছে।

ebfd29f06853b36d4c79fbd3b885f401 5706670be9f0f

নাম নির্বাচন করলেন এক রাশিয়ান লেখক
রাশিয়ান লেখক নাম নির্বাচন করলেও রাশিয়ান সরকারের প্রবক্তা জানিয়েছেন, এটা তো সবে প্রথম ধাপ। এই পদপ্রার্থীদের নাম নির্বাচনের জন্য বেশ কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে খুবই ভালো হবে। আর এখন যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলেও কিছু বলার নেই। তবে এখন এই বিষয়ে কোনো কিছুই বলা সম্ভব নয়। বর্তমান সময়ে গোটা রাশিয়া জুড়ে ছড়িয়ে আছে খুশির হাওয়া।

এই তালিকায় নাম রয়েছে মার্কিন রাষ্ট্রপতিও
প্রসঙ্গত বলা যায়, এই পুরস্কারের মনোনীতদের তালিকায় গত ৯ ই সেপ্টেম্বর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামও নির্বাচন করা হয়েছে। সম্প্রতি কালে ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তি চুক্তি স্থাপনে এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন মার্কিন রাষ্ট্রপতি।

nobel prize

তিনি যদি এই সম্মানে সম্মানিত হতে পারেন তাহলে, দ্বিতীয় বার মার্কিন রাষ্ট্রপতি হবার যুদ্ধে কয়েক ধাপ এগিয়ে যাবেন। সেইসঙ্গে জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্প যদি পুরস্কার পেয়ে যান, তাহলে বারাক ওবামার পর তিনিই দ্বিতীয় মার্কিন রাষ্ট্রপতি হবেন, যারা এই সম্মান পেয়েছেন।


Smita Hari

সম্পর্কিত খবর